চন্দননগর, 6 মে : তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষে দু'পক্ষের মহিলা কর্মীরা জখম হয়েছেন । চন্দননগরের 4 নম্বর ওয়ার্ডের ঘটনা । BJP প্রার্থী লকেট চ্যাটার্জি ওই বুথে পৌঁছালে তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে । অভিযোগ, লকেটকে হেনস্থা করা হয় । ঝামেলার জেরে কিছুক্ষণের জন্য ভোটপর্ব বন্ধ থাকে । কিছুক্ষণের মধ্যেই ফের ভোটগ্রহণ চালু হয় ।
আজ বিকেলে ছাপ্পা ভোটের খবর পেয়ে লকেট চন্দননগরের 4 নম্বর ওয়ার্ডের একটি বুথে যান । সেখানে পৌঁছাতেই তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ফেলে । এরপর BJP এবং তৃণমূলের মধ্যে ঝামেলা লাগে। অভিযোগ, লকেটকে হেনস্থা করা হয়েছে । এই ঘটনায় দুই পক্ষের কয়েকজন মহিলা সমর্থক জখম হয়েছেন । অপরদিকে তৃণমূলের অভিযোগ, লকেট EVM ভাঙচুরের চেষ্টা করেছে । চন্দননগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।