পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cyclone Jawad Effects : জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টি, প্রবল ক্ষতির মুখে রাজ্যের চাষিরা

যশের ঘা এখনও শোকায়নি ৷ তার উপর জাওয়াদ (Cyclone Jawad Effects) ৷ চাষের জমির দীর্ঘমেয়াদি ক্ষতি হয় জমা জলে ৷ ফলে জীবন ও জীবিকা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়ায় ৷ কিন্তু এভাবে আর কতদিন ?

Cyclone Jawad
প্রবল ক্ষতির মুখে রাজ্যের চাষিরা

By

Published : Dec 7, 2021, 3:29 PM IST

হুগলি, 7 ডিসেম্বর : জাওয়াদের প্রভাবে হুগলিতে প্রবল ক্ষতির মুখে আলু চাষিরা (Potato farmers in Hooghly are facing severe losses due to jawad) ৷ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ । তার প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে বঙ্গে ৷ দু'দিনের টানা বৃষ্টিতে জেলার বেশিরভাগ কৃষি জমি জলমগ্ন । তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন রাজ্যের আলুচাষিরা, ক্ষতি হয়েছে ধানচাষেও ৷

হুগলি জেলায় বহু জায়গায় ইতিমধ্যেই 30 শতাংশ আলু রোপন হয়ে গিয়েছে । বহু চাষি প্রায় 2600 টাকা করে আলু বীজ-সার কিনে চাষ করেছেন । দু'দিনের অকাল বর্ষণে মাথায় হাত চাষিদের ৷ সরকারি সাহায্য না পেলে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়, বলছেন ক্ষতিগ্রস্ত চাষিরা ৷

আরও পড়ুন : Demand for Concrete Dam in Ramnagar : গ্রামে ঢুকছে সমুদ্রের জল, কংক্রিটের বাঁধের দাবি রামনগরবাসীর

হুগলি জেলা কৃষি উপ-অধিকর্তা জয়ন্ত পারুই বলেন, ‘‘হুগলি জেলায় এখনও পর্যন্ত প্রায় 30 হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে । সোমবার 130 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । জেলায় এখনও দশ শতাংশ জমির ধান তোলা বাকি আছে । প্রায় ত্রিশ শতাংশ জমিতে আলু বসানো হয়ে গিয়েছিল । গোটা জেলার রিপোর্ট এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও স্পষ্ট হবে ।’’

ABOUT THE AUTHOR

...view details