হুগলি, 26 মে :ক্রান্তীয়ঘূর্ণিঝড় আসার আগেই স্থলভাগে এক ঘূর্ণায়মান বায়ুস্তম্ভ ৷ যশ কাছে আসার আগেই আচমকা এলোপাথাড়ি ঝড়ে মঙ্গলবার আতঙ্ক ছড়ায় হুগলিতে ৷ বিরল এই প্রাকৃতিক দুর্যোগকে 'মিনি টর্নেডো' বলছেন বিশেষজ্ঞরা ৷ স্প্যানিস শব্দ থেকে উদ্ভুত টর্নেডো কথাটির অর্থ হল বজ্র বিদ্যুত্ সহ ঝড় বৃষ্টি ৷
যশের আগে উত্তর 24 পরগনার দিক থেকে ঘূর্ণিঝড় এসে হুগলির ব্যান্ডেল ও রাজহাটের কোরোলার বেশকিছু বাড়ি ও দোকানের চাল উড়িয়ে নিয়ে যায় । ভেঙে পড়ে গাছ । গাছ পড়ে টালির চাল ভেঙে যায় । টিনের চাল পাক খেতে খেতে উড়ে যায় বহু দূরে । ঘূর্ণিঝড়ে হুগলির চুঁচুড়া পৌরসভার 4 নম্বর, 6 নম্বর ওয়ার্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয় । ব্যান্ডেল চার্চের পাশে অস্থায়ী দোকানগুলি নিশ্চিহ্ন হয়ে যায় ৷
আচমকা এই ঝড়ের জন্য প্রস্তুত ছিল না এলাকার মানুষ ৷ কোনও আগাম সতর্কবার্তাও ছিল না ৷ বরং যশ অভিমুখ বদলে ওডিশার দিকে ঘুরছে শুনে মঙ্গলবার কিছুটা নিশ্চিন্তই হয়েছিল বাংলার মানুষ ৷ কিন্তু হুগলির ঝড় মানুষের উদ্বেগ বাড়ায় ৷ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ঝড়ের তাণ্ডবের ভিডিয়ো ৷ প্রাকৃতিক এই ঘটনাকে বিরল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷ অনেকে একে মিনি টর্নেডো নাম দিয়েছেন ৷