পাণ্ডয়া, 3 এপ্রিল: পান্ডুয়ায় সমবায় থেকে কোটি টাকার তছরুপের অভিযোগে গ্রেফতার করা হল এক ব্য়ক্তিকে (Money embezzlement in cooperatives In Pandua)। পলাতক ম্যানেজার। ঘটনাটি সিমলাগড় শিবনগর জাহিরা সমবায়ের। অভিযুক্তের নাম দীপক মাঝি। তিনি আগের বোর্ডের মার্কেটিং সেলস ম্যানেজার ছিলেন।
জানা গিয়েছে, 2018 সালে নতুন বোর্ড গঠনের পর 19 ও 20 সালের অডিটে টাকা তছরুপের প্রমাণ পাওয়া যায়। সার-সহ বিভিন্ন দফতরের কোটি টাকার তছরুপের অভিযোগ ওঠে। সেইমতো বর্তমান সভাপতি কাজল মুখোপাধ্য়ায় 2021 সালের 11 জুলাই পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেন দুই অভিযুক্তের বিরুদ্ধে। পরবর্তীকালে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। পান্ডুয়া থানার পুলিশ তদন্তে নেমে একজনকে গ্রেফতার করে। ধৃতকে এদিন চুঁচুড়া আদালতে তোলা হয় ৷ এই ঘটনায় আরও এক অভিযুক্ত ম্যানেজার নিমাই ঘোষ পলাতক। সমবায়ের চেয়ারম্যান কাজল মুখোপাধ্য়ায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।