হুগলি, 9 ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসরকারের নজরে হুগলি । সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভার্চুয়াল মাধ্যমে একাধিক হুগলিতে একাধিক প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সিঙ্গুর ট্রমা কেয়ার হাসপাতাল, চন্দননগরের আলো হাব এবং জলশ্রী প্রকল্পের উদ্বোধন করা হয় এই এদিন । উদ্বোধনে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাও, পশ্চিমবঙ্গ টিডিসিএল-এর এমডি কৌশিক ভট্টাচার্য, চন্দননগর পৌর কমিশনার স্বপন কুন্ডু ।
রাজ্যের সবচেয়ে বড় জল প্রকল্প তৈরি হচ্ছে উত্তরপাড়ায় । গঙ্গার পাড়ে 1763 কোটি টাকার জল প্রকল্প তৈরি করছে কেএমডিএ । উত্তরপাড়া,কোন্নগর,রিষড়া,শ্রীরামপুর,বৈদ্যবাটি,চাঁপদানি পুরসভা সহ শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েতের 14 লাখ মানুষ উপকৃত হবেন । প্রতিদিন 5 কোটি 50 লাখ গ্যালন পরিশ্রুত পানীয় জল উৎপাদন হবে । 9 টি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার 54 টা ওভারহেড রিজার্ভার তৈরি হবে ।
রাস্তায় দুর্ঘটনার কবলে পড়লে, অল্প সময়ে দ্রুত চিকিৎসার জন্য ট্রমা কেয়ারের ভাবনা বাস্তবায়িত হল । সিঙ্গুরে 65 শয্যার ট্রমা কেয়ার তৈরির সঙ্গে সঙ্গে নিযুক্ত করা হয়েছে 12 জন চিকিৎসক এবং 40 জন নার্স । 10 টি আইসিইউ শয্যা এবং দুটি আধুনিক অপারেশান থিয়েটার রয়েছে এই হাসপাতালে ।