ভদ্রেশ্বর (হুগলি), 24 অক্টোবর: দীপাবলীর (Kali Puja 2022) আগে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল হুগলি (Hooghly) ৷ ভদ্রেশ্বর স্টেশন রোডের একটি আবাসনের ফ্ল্যাটে আগুন লেগে মৃত্যু হল এক বৃদ্ধার (Elderly Woman Burnt to Death) ৷ মৃতার নাম শোভনা চক্রবর্তী ৷ বয়স আনুমানিক 76 বছর ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধে সাড়ে ছ'টা নাগাদ ওই ফ্ল্যাটে আগুন লাগে ৷ পরবর্তীতে দমকলকর্মীরা শোভনাকে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার করেন ৷ বৃদ্ধাকে সঙ্গে সঙ্গে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ দমকলের প্রাথমিক অনুমান, আগুন লাগার পিছনে দু'টি কারণ থাকতে পারে ৷ হয় শর্ট সার্কিট থেকে আগুন লাগে অথবা দীপাবলীর আগে ভূত চতুর্দশী উপলক্ষে যে 14 প্রদীপ জ্বালানো হয়, তার থেকেও কোনওভাবে আগুন লেগে থাকতে পারে ৷
স্থানীয় চাঁপদানি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল মণ্ডল জানিয়েছেন, আবাসনের অন্য বাসিন্দা এবং প্রতিবেশীরাই প্রথম আগুন দেখতে পান ৷ বৃদ্ধার ফ্ল্যাট থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায় ৷ স্থানীয় বাসিন্দারা বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ ইতিমধ্য়ে দমকলে খবর পাঠানো হয় ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন ৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷