ডানকুনি, 5 অগস্ট: আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের হদিশ মিলল এবার ডানকুনিতে । এই ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ । ধৃতদের কাছ থেকে একাধিক কম্পিউটার,মোবাইল, যন্ত্রাংশ,পেন ড্রাইভ,অসংখ্য ডেবিট,ক্রেডিট,ও প্যান কার্ড উদ্ধার হয়েছে । শনিবার অভিযুক্তদের শ্রীরামপুর আদালতে তোলা হবে ।
জানা গিয়েছে, ডানকুনি থানার চাকুন্দির আমার বাংলা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটি গোডাউন থেকে দেশে বিদেশে অনলাইন প্রতারণা চক্র চলত । চন্দননগর পুলিশের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সেখানে অভিযান চালায় । সেই অভিযানে বিভিন্ন জেলার মোট আটজনকে গ্রেফতার করে পুলিশ । সূত্রের খবর, দু'মাস ধরে ওই গোডাউন ভাড়া নিয়ে 'ম্যাক্সটেকনো' নামে একটি কোম্পানির কল সেন্টার খুলেছিল অভিযুক্তরা । এখান থেকেই বিদেশে ও ভারতে প্রতারণার গোপন ব্যবসা চালাচ্ছিল অভিযুক্তরা ।
পুলিশ তদন্তে নেমে সিরিপুরম কামেশ্বর রাও (35), রাহুল কুমার শা (24), বাপি দাস (34, সামির হোসেন (29), দেবাশিস মুখোপাধ্যায় (46), মহম্মদ জাভেদ আলম (24), মহম্মদ ফয়জান আলান ওরফে জন্টি (26), মহম্মদ মোস্তফা (22) গ্রেফতার করে । এঁদের বাড়ি টিটাগড়, বেলঘরিয়া, নৈহাটি, যাদবপুর, তালতলা, গোলাবাড়ি ও হাওড়া-সহ বিভিন্ন জেলায় ।