কলকাতা, 21 জানুয়ারি: হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (TMYC Leader Kuntal Ghsoh) গ্রেফতারির পর একাধিক অজানা তথ্য সামনে আসতে শুরু করেছে । ইতিমধ্যেই চিনার পার্কের যে আবাসনে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি (ED), সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে । সেই গুরুত্বপূর্ণ নথিপত্রের মধ্যে অন্যতম হল একটি ডায়েরি ।
তাছাড়াও একাধিক পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ঘেঁটে কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন যে গত নির্বাচনে হুগলিতে ব্যাপক খরচ করেছিলেন কুন্তল ঘোষ । নির্বাচনের আগে তিনি প্রায় কয়েক কোটি টাকা খরচ করেছিলেন বলে কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি । অভিযোগ, একজন যুব তৃণমূল নেতা কোথা থেকে কোটি কোটি টাকা পেলেন ? সেই টাকার উৎস কী ? তা জানতে চাইছেন তদন্তকারীরা ।
তদন্ত নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন 2014 সালের পর উল্কার গতিতে উত্থান হয়েছে কুন্তল ঘোষের । প্রথম জীবনে তিনি একাধিক এনজিওর পাশাপাশি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হন । এরপরেই তাঁর রাজনীতিতে প্রবেশ । একাধিক অভিজাত গাড়ি চড়ার শখ ছিল তাঁর । এরপরে একটি ডিএলএড কলেজেও গড়ে তোলেন কুন্তল ঘোষ ।