পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jagadhatri Puja 2022: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় কোন কোন ট্রেন বৃদ্ধি করল পূর্ব রেল ? - জগদ্ধাত্রী পুজোয় কী কী ট্রেন বৃদ্ধি করল পূর্ব রেল

সামনেই জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja 2022) ৷ যেতে চান চন্দননগরে ঠাকুর দেখতে ? তাহলে জেনে নিন কী কী ট্রেন দিল জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পূর্ব রেল (Eastern Railway) ৷

Railways increased number of trains on Jagadhatri Puja in Chandannagar
Railways increased number of trains on Jagadhatri Puja in Chandannagar

By

Published : Oct 30, 2022, 3:25 PM IST

Updated : Oct 30, 2022, 5:35 PM IST

চন্দননগর, 30 অক্টোবর:চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বেশ কিছু ট্রেন বৃদ্ধি করল পূর্ব রেলওয়ে। পুজোর ক'টাদিন প্রায় সারারাতই ট্রেন চালানোর ব্যবস্থা নেওয়া হয়েছে রেলের তরফে । আর রাতে নিরাপত্তার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে হুগলির মানকুণ্ডু ও ভদ্রেশ্বর স্টেশনে ।

হুগলি জেলা পুলিশ যেমন করা নিরাপত্তায় মুড়ে ফেলেছে গোটা চন্দননগর শহরকে । তেমনই চন্দননগর স্টেশনেও কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে । সেই সঙ্গে পূর্ব রেলের তরফে জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja 2022) উপলক্ষে বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যাও । হাওড়া বর্ধমান মেন লাইনে আপ ডাউনে 6 জোড়া ট্রেন বাড়ানো হয়েছে । এছাড়াও আজিমগঞ্জ-সহ বেশ কিছু ট্রেন হাওড়া থেকে ব্যাণ্ডেল পর্যন্ত সমস্ত স্টেশনে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে । মশাগ্রাম থেকে ভায়া বর্ধমান হয়ে হাওড়া লোকালের ব্যবস্থা করা হয়েছে । 31 অক্টোবর থেকে 4 নভেম্বর তারিখ পর্যন্ত ট্রেনগুলি চলবে বলে জানিয়েছে পূর্ব রেল (Eastern Railway) ।

নিরাপত্তার দিক থেকেও মোতায়েন রাখা হয়েছে বম্ব স্কোয়াড, পুলিশ কুকুর ও মহিলা উইনার্স দলকে । মানকুণ্ডু, ভদ্রেশ্বর ও চন্দননগর স্টেশন চত্বরে সর্বদাই মাইকিং করা হচ্ছে যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য । যাত্রীরা যাতে রেললাইন থেকে পারাপার না-করে, সেজন্য মোতায়েন করা হয়েছে পুলিশ । প্রায় 300 পুলিশ মোতায়েন রাখা হবে বলে জানা গিয়েছে । সাদা পোশাকে পুলিশ টহল দেবে । প্রাথমিক চিকিৎসার জন্য টিম থাকবে । থাকছে অ্যাম্বুলেন্সের ব্য়বস্থাও ৷ ভিড় জায়গায় মোটরবাইক রাখা থাকবে আপদকালীন বিপদের জন্য । এছাড়া শিশুদের জন্য চিল্ড্রেন কার্ডের ব্যবস্থা থাকছে।

পুলিশ কুকুর দিয়ে ব্যাগ তল্লাশি করা হচ্ছে

জগদ্ধাত্রী পুজোর দর্শনার্থীদের জন্য সদা তৎপর রাজ্য পুলিশ এবং রেল পুলিশ । জগদ্ধাত্রী পুজোয় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত বাড়ানো হয়েছে লোকাল ট্রেনের সংখ্যা বলে খবর রেল সূত্রে । যাত্রী সুবিধার্থে সারারাত চলবে লোকাল ট্রেন । গত দু'বছর করোনার ফলে জগদ্ধাত্রী পুজোয় নানা বিধিনিষেধ ছিল । তাই চন্দননগরের উৎসব সেভাবে জমেনি । কিন্তু এ বছর করোনা থেকে অনেকটাই স্বস্তি মিলেছে । তাই এবার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাতবে চন্দননগর তথা হুগলীবাসী বলে মনে করা হচ্ছে । লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে জগদ্ধাত্রী পুজোয় ।

চন্দননগর স্টেশন ম্যানেজার প্রসূন আইচ বলেন, "দর্শনার্থীদের নিরাপত্তায় কোন খামতি রাখা হচ্ছে না রেলের পক্ষ থেকে । এক কথায় বলতে গেলে সারারাতই চলবে ট্রেন । বেশ কয়েকটি স্পেশাল ট্রেন-সহ যেগুলো স্টপেজ নেই সেগুলো দাঁড়াবে ।"

আরও পড়ুন:আদি থেকে আধুনিক, কলকাতার চালচিত্র চন্দননগর বড়বাজারে

আপডাউন মিলিয়ে মোট 6 জোড়া ট্রেন চলবে । হাওড়া-মশাগ্রাম লোকালকে এক্সটেন্ড করা হয়েছে বর্ধমান পর্যন্ত । সেটিকে ভাইয়া মেনলাইনে এনে বর্ধমান-ব্যাণ্ডেল পর্যন্ত । বর্ধমান থেকে ছাড়বে 22.10 মিনিটে ও ব্যাণ্ডেলে ঢুকবে 23.30 মিনিটে । হাওড়া পর্যন্ত অল স্টপেজ হয়ে যাবে । আপ 03501 হাওড়া বর্ধমান লোকাল হাওড়া থেকে ব্যাণ্ডেল পর্যন্ত অল স্টপেজ করা হয়েছে । এছাড়া থাকছে আজিমগঞ্জ প্যাসেঞ্জার স্পেশাল ব্যান্ডেল থেকে হাওড়া পর্যন্ত অল স্টপেজ করা হয়েছে (Railways increased number of trains) ।

জেনে নিন কী কী ট্রেন দিল জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পূর্ব রেল
Last Updated : Oct 30, 2022, 5:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details