তারকেশ্বর (হুগলি), 6 মার্চ: অমৃত ভারতের জন্য এবার তারকেশ্বর মন্দিরের আদলে আধুনিক প্রযুক্তিতে সেজে উঠবে তারকেশ্বর স্টেশন (Tarakeshwar Station in Amrita Bharat)। এর জন্য সোমবার তারকেশ্বরে পরিদর্শনে আসেন পূর্বরেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা । 2022-23 এর বাজেটে দেশের 1 হাজার 275টি রেলস্টেশন অমৃত ভারতে অন্তর্ভুক্ত করা হয়েছে । এই কারণে পূর্বরেলের পক্ষ থেকে একটি দল এদিন স্টেশনের বিভিন্ন জায়গায় মাপজোক করে ।
স্টেশনটিকে আধুনিকীকরণ করা থেকে এখানে নানা ধরনের পরিষেবা তৈরি করছে রেল । সারাবছরই শৈবতীর্থ তারকেশ্বর স্টেশন ভক্তদের সমাগম হয় । বিশেষ করে চৈত্র-বৈশাখ ও শ্রাবণ মাসে মেলার জন্য বিভিন্ন রাজ্য ও বিদেশ থেকে বহু মানুষজন আসেন । তারকনাথের পুজো দিতে এসে যাতে কোনও সমস্যা না-হয়, তাই খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে পার্কিংয়ের ব্যবস্থাও রাখছে রেল । সেই কারণে স্টেশনে কী হবে এবং কীভাবে ও কোথায় তা করা হবে, সেটা পরিকল্পনা করা হচ্ছে । আগামিদিনে তারকেশ্বর স্টেশনকে আরও উন্নত ও যানজট মুক্ত করতে সবরকম ব্যবস্থা করা হচ্ছে ।
এদিন পরিদর্শনে এসে পূর্বরেলের সহকারী ইঞ্জিনিয়ার রঞ্জিত কুমার বিশ্বাস বলেন, "তারকেশ্বর স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য পার্কিং, সৌন্দর্যায়ন, ফুডপ্লাজা ও আরওবি-সহ বিভিন্ন উন্নয়নের কাজ হবে ৷ সেটাই দেখতে আসা আজ । কেন্দ্র সরকারের টাকায় এই কাজ খুব দ্রুত শুরু হবে । আগামী দেড় বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে ।তারকেশ্বর মন্দিরের আদলে স্টেশনের বাইরেটা করা হবে । এই বিষয়ে সব দফতরের সঙ্গে আলোচনা করে কাজ করা হবে ।"