পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kedarnath : কেদারনাথে বেড়াতে গিয়ে আটকে আট বাঙালি পর্যটক

ভারী বৃষ্টিপাতের সঙ্গে চলছে ঝড় ফলে উদ্ধারকাজ বাধা পাচ্ছে। কেদারনাথে যে হেলিকপ্টার সার্ভিস ছিল, তা বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় দেড় হাজার পর্যটক আটকে রয়েছেন কেদারে ৷ চুমকি দেবীদের কেদার থেকে বদ্রীনাথ গুপ্তকাশি হয়ে লখনউ পৌঁছে 24 তারিখ ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু খারাপ আবহাওয়া ও দুর্যোগের কারণে খুব খারাপ অবস্থা পর্যটকদের ৷

Kedarnath
প্রবল বৃষ্টি ও ধসের কারণে কেদারনাথে বেড়াতে গিয়ে আটকে আট বাঙালি পর্যটক

By

Published : Oct 19, 2021, 4:48 PM IST

Updated : Oct 19, 2021, 6:13 PM IST

গৌরীকুণ্ড ও হুগলি, 19 অক্টোবর : 2013 সালে উত্তরাখণ্ডের বন্যায় কেদারনাথের ভয়াবহতা এখনও মানুষের মনে জীবন্ত ৷ তবে ভ্রমণ পিপাসু বাঙালির কেদার দর্শন থেমে নেই ৷ কিন্তু কেদারনাথ ঘুরতে গিয়ে প্রবল বৃষ্টি ও ধসের কারণে আটকে পড়লেন বাংলার আট পর্যটক ৷ হুগলির চুঁচুড়া পুরসভার 29 নম্বর ওয়ার্ড বুড়ো শিববতলার বাসিন্দা চুমকি রায় কেদারনাথ থেকেই তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান ৷

চুমকি রায় বলেন, "আমরা আটকে পড়েছি ৷ একদিন হেলিপ্যাডে রাত কাটিয়েছি ৷ হেলিকপ্টারের জন্য অপেক্ষায় আছি ৷ আপাতত দ্বিগুণ টাকা দিয়ে লজ ভাড়া করে আছি ৷ পানীয় জলের সমস্যা আছে ৷ অনেকে ঝুঁকি নিয়েই এখান থেকে বেরিয়েছেন ৷ ধসের কারণে পাথর পড়ছে । গৌরীকুণ্ড থেকেও আর পর্যটকদের আস্তে দেওয়া হচ্ছে না । যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমরা অনেকেই আটকে পড়েছি।"

কেদারনাথে বেড়াতে গিয়ে আটকে আট বাঙালি পর্যটক

গত 15 অক্টোবর পূর্বা এক্সপ্রেসে রওনা হয়ে 17 তারিখ কেদারে পৌঁছন চুমকি রায়, তাঁর স্বামী বিশ্বজিৎ রায় ও তাঁদের মেয়ে অন্বেষা ৷ তাঁদের সঙ্গে আরও দু'জন অরিজিৎ শীল ও সত্যব্রত মুখোপাধ্যায় ছিলেন ৷ ভারী বৃষ্টি আর ঝড় শুরু হতেই ধস নামে পাহাড়ে ৷ অরিজিৎ ও সত্যব্রতবাবু ঝুঁকি নিয়ে গৌরীকুণ্ড নেমে চলে আসতে পারলেও চুমকি দেবীর পরিবার নামতে পারেনি ৷ তাই আশঙ্কায় রয়েছেন চুমকি ও বিশ্বজিৎবাবুর আত্মীয়রা ৷

আরও পড়ুন : ভয়ঙ্কর বিপর্যয়ের স্মৃতি বুকে চেপে 8 বছর পার কেদারনাথের

ভারী বৃষ্টিপাতের সঙ্গে চলছে ঝড় ৷ ফলে উদ্ধারকাজ বাধা পাচ্ছে । কেদারনাথে যে হেলিকপ্টার সার্ভিস ছিল, তা বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় দেড় হাজার পর্যটক আটকে রয়েছেন কেদারে ৷ চুমকি দেবীদের কেদার থেকে বদ্রীনাথ গুপ্তকাশি হয়ে লখনউ পৌঁছে 24 তারিখ ফেরার কথা ছিল । কিন্তু খারাপ আবহাওয়া ও দুর্যোগের কারণে খুব খারাপ অবস্থা পর্যটকদের ৷ বর্তমানে অসহায় বাঙালি পরিবারগুলি ৷ পর্যটকদের কথা অনুযায়ী প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ঘোড়া ও বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে।

Last Updated : Oct 19, 2021, 6:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details