পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্ল্যাটফর্ম ছাড়িয়ে দাঁড়াল লোকাল, হাওড়া মেইন লাইনে ব্যাহত ট্রেন চলাচল - Howrah

কোন্নগর স্টেশনে ব্রেক-এর সমস্যায় প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেশ কিছুটি দূরে দাঁড়াল আপ তারকেশ্বর লোকাল । হাওড়া মেইন লাইনে ট্রেন চলাচল ব্যাহত ।

ব্যাহত ট্রেন চলাচল

By

Published : Sep 12, 2019, 9:50 PM IST

Updated : Sep 12, 2019, 10:03 PM IST

কোন্নগর, 12 সেপ্টেম্বর : হাওড়া মেইন লাইনে ট্রেন চলাচল ব্যাহত । কোন্নগর স্টেশনে ব্রেক-এর সমস্যায় প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেশ কিছুটি দূরে দাঁড়াল আপ তারকেশ্বর লোকাল । এর জেরে আপ তিন নম্বর লাইনে পরপর দাঁড়িয়ে যায় বেশ কয়েকটি ট্রেন । আপ তিন নম্বর লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল । তারকেশ্বর লোকালটির মেরামতের কাজ চলছে ।

সন্ধে 7 টা 50 মিনিটে হাওড়া থেকে ছাড়ে আপ তারকেশ্বর লোকাল । কোন্নগরে থামার কথা থাকলেও ব্রেক-এর সমস্যায় তা প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেশ কিছুটা দূরে দাঁড়ায় । স্থানীয়দের সহযোগিতায় যাত্রীরা নামেন । তারপরই বন্ধ হয়ে যায় আপ তিন নম্বর লাইনে ট্রেন চলাচল ।

হাওড়া মেইন লাইনে ব্যাহত ট্রেন চলাচল

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান রেলের ইঞ্জিনিয়ররা । ট্রেনটির মেরামতির কাজ চলছে ।

Last Updated : Sep 12, 2019, 10:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details