গুপ্তিপাড়া, 23 জুলাই: বন্ধ পঞ্চায়েত অফিসে রাতে আটকে রইল সারমেয়। মানুষের মতোই ফোন করে বিদায়ী উপপ্রধানের কাছে কান্নাকাটি শুরু করে দেয় অবলা জীবটি। এতেই হতবাক হুগলির গুপ্তিপাড়া-1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান বিশ্বজিৎ নাগ। ফোন পেয়ে বুঝতে পারেন কেউ পঞ্চায়েতে ঢুকেছে। ফোন তুলে 'হ্যালো হ্যালো' বলার পর প্রথমে কিছু আওয়াজ না-পেলেও, পরে কুকুরের কান্নার আওয়াজ পান। তখনই ব্যাপারটি তাঁর কাছে পরিষ্কার হয়ে যায়।
পঞ্চায়েতে একাধিক সারমেয় রয়েছে। সেখানেই খাওয়াদাওয়ার ব্যবস্থা করেন সারমেয় প্রেমীরা। উপপ্রধান বিশ্বজিৎ নাগও অবলাদের ভালোবাসেন। রাতে এরাই পঞ্চায়েতের পাহাড়া দেয়। শনিবার অফিস বন্ধ হয়ে যাওয়ার আগে কোনওভাবে ভিতরেই থেকে যায় সারমেয়টি। পুরো পঞ্চায়েত অফিস ঘোরাঘুরি করতে থাকে কুকুরটি ৷ যায় পঞ্চায়েতের টেবিলে থাকা ল্যান্ডফোনের কাছেও ৷ সেখানে গেলে কোনওভাবে সারমেয়র পায়ে লেগে ফোনটি পড়ে যায় ৷ ব্যস ফোন চলে যায় বিশ্বজিৎ নাগের কাছে ৷ পঞ্চায়েতের ফোনে যেহেতু উপপ্রধানের সঙ্গে হটলাইন কানেকশন করা আছে। সেইজন্য স্বভাবতই ফোন থেকে কল যায় উপপ্রধানের কাছে।
আরও পড়ুন:তারকাদের হাঁড়ির খবর রাখলেও চেনেন তাঁদের প্রিয় পোষ্য কে ? জানেন তাদের নাম ?