খানাকুল, 26 অগাস্ট : গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের জেরে প্লাবিত রূপনারায়ণ নদের দু'ধার ৷ আর তাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে খানাকুলের বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে ৷ আজ বন্যা পরিস্থিতি দেখতে হাজির ছিলেন হুগলির জেলা শাসক ওয়াই রত্নাকর রাও ৷ তিনি ড্রোন ক্যামেরার মাধ্যমে খতিয়ে দেখলেন ৷
স্থানীয়রা জানায়, রূপনারায়ণ নদ সংলগ্ন খানাকুলের 2 নম্বর ব্লকের বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকা প্লাবিত ৷ উপচে গিয়েছে মায়াপুর গড়ের ঘাট রুটের নন্দনপুর এলাকায় জল উঠে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ৷ মাড়োখানা, ধান্যঘোড়ি, জগৎপুর, পান শিউলি, রাজহাটি 1 ও 2, জগদীশতলা, কাকনানসহ বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে ৷ ইতিমধ্যেই জেলার সেচ বিভাগের তরফে বন্যার সতর্কতা জারি করা হয়েছে ৷