হুগলি, 5 নভেম্বর:হুগলি জেলা জুড়ে ডেঙ্গি প্রকোপ বাড়ছে । আগের চেয়ে বেড়ে হুগলি জেলার ডেঙ্গি রোগীর সংখ্যা 5 হাজারের ওপর । কী কী পদক্ষেপ নিচ্ছে জেলা স্বাস্থ্য দফতর । পৌরসভার মধ্যে শ্রীরামপুরে এক হাজার, উত্তরপাড়া ও রিষড়ায় 600 জনের বেশি ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে । আরও নতুন কিছু পৌরসভা এলাকায় ডেঙ্গি পজিটিভ বাড়ছে (Concerned About Dengue Symptoms) ৷
ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, কোন্নগর, ডানকুনি, চন্দননগর পৌরসভা এলাকায় নতুন করে ডেঙ্গি পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে । গ্রামীণ এলাকাতেও ডেঙ্গির প্রকোপ বেড়েছে । মগরা, ব্যান্ডেল কোদালিয়া 1, চণ্ডীতলা 1, জাঙ্গিপাড়া, খানাকুল 2, পোলবার রাজহাট সুগন্ধা, বলাগরের জিরাটে অনেকে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ।
জেলা স্বাস্থ্য দফতরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইঞা জানান, ডেঙ্গি অনেক ধরনের উপসর্গ নিয়ে আসছে তাই জ্বর হলে অবশ্যই ফিভার ক্লিনিকে দেখান । চিকিৎসকের পরামর্শেই চলুন, কোনওরকম অবহেলা করবেন না । ডেঙ্গি হলে আগে চোখের পেছনে ব্যথা, জ্বর, ব়্যাস বেরোনোর উপসর্গ দেখা যেত কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়েছে । জ্বর-বমি-পায়খানা, পেটে ব্যথা হলেও ডেঙ্গি আক্রান্ত হতে পারে । প্রত্যেকের বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে । জল জমতে দিলে হবে না । ডেঙ্গি মশা জন্মাতে দেওয়া যাবে না । যে এলাকায় ডেঙ্গি সংক্রমণ হয়েছে । সেই জায়গাগুলিতে দু'মাস নিয়ম মেনে সচেতন থাকতে হবে ।
আরও পড়ুন:তৃণমূল সাংসদ অপরূপার স্বামী ও মেয়ে ডেঙ্গিতে আক্রান্ত
চুঁচুড়া, ইমামবাড়া, শ্রীরামপুরে ওয়ালস, উত্তরপাড়া স্টেট জেনারেল ও চন্দনগর, আরামবাগ এই হাসপাতালগুলিতে ডেঙ্গির পরীক্ষা হয় ৷ এই হাসপাতালগুলিতে 24 ঘণ্টা ল্যাব টেস্টের জন্য খোলা থাকবে । এমার্জেন্সিতেই ফিভার টেস্ট এবং আলাদা করে টেস্ট করা হচ্ছে । যদি এমার্জেন্সিতে কোনও ডেঙ্গি কেস আসে তাহলে ডাক্তাররা সঙ্গে সঙ্গে ওখান থেকে ব্লাড টেস্ট এবং অ্যাডমিশনের ব্যবস্থা করে ব্লাড টেস্টের মধ্যে যেমন নরমাল প্লেটলেট কাউন্ট এছাড়া ডেঙ্গি টেস্ট করে নেওয়া হবে ।
উপসর্গ বদলে ধরা দিচ্ছে ডেঙ্গি তিনি আরও জানান, এমার্জেন্সিতে যত পেশেন্ট আসছে তাঁদেরকে ডেঙ্গি এবং ম্যালেরিয়া টেস্ট একসঙ্গে করে নেওয়া হচ্ছে । শ্রীরামপুরে দেখা যাচ্ছে ম্যালেরিয়ার পজেটিভ কেস বাড়ছে । যদি প্রথম তিনদিনের মধ্যেই ফিভার বা এই ধরনের কেস আসে তাহলে আমরা অ্যাডমিশন করিয়ে তার চিকিৎসা চালু করতে পারি ।
যাদের জ্বর হচ্ছে তাঁরা সরকারি হাসপাতালে এসে ডেঙ্গি টেস্ট বা ম্যালেরিয়া টেস্টটা করিয়ে নেবেন ৷ টেস্ট করার জন্য পুরো সিস্টেম রেডি আছে । বিভিন্ন জায়গায় আমাদের টিম কাজ করছে ৷
আরও পড়ুন:ডেঙ্গিতে মৃত বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার
ডেঙ্গি আক্রান্তরা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আবার ফের আসছে । তাই আমাদের আধিকারিকরা ফোন করে যোগাযোগ রাখছে সুস্থ রোগীদের । ব্লকগুলিতে হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে । সরকারিভাবে বিনামূল্যে টেস্ট করা হয় । সেই কারণে জ্বর হলেই অবশ্যই পরামর্শ নিয়েই টেস্ট করতে হবে । ডেঙ্গি আক্রান্তরা একটু জ্বর হলে খাওয়া-দাওয়া বন্ধ করে দিচ্ছে । তাতে সমস্যা বাড়ছে । খাওয়া দাওয়া বন্ধ করলে হবে না । সে দিকেই সকলকে দৃষ্টিপাত করার পরামর্শ দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।