হুগলি, 31 মে : এভারেস্ট লোৎসে জয় করে বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করেছে চন্দননগরের পিয়ালী (Piyali Basak Conquers Mount Everest)। কিন্তু কোন সরকারি সাহায্য পায়নি তিনি । বিভিন্ন সংগঠনের তরফে নানাভাবে অর্থ সংগ্রহ এখনও হচ্ছে । ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে দেশ বিদেশে থেকেও অনেকে টাকা পাঠিয়েছে । কিন্তু তা সত্ত্বেও বিপুল পরিমানের টাকার প্রয়োজন । ধৌলাগিড়ি মানাসুলু-সহ মোট চারটে আট হাজারের শৃঙ্গ জয়ের পর কোন সাহায্য জোটেনি পিয়ালীর ।
বর্তমানে 4 জুন -এর পর পিয়ালী বাড়ি ফেরার কথা আছে । এজেন্সিকে টাকা না মেটাল এভারেস্ট জয়ের শংসাপত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে । কাটমান্ডুতে ফিরে নেপাল এজেন্সির থেকে দুই শৃঙ্গ জয়ের শংসাপত্র হাতে নেবার কথা তাঁর । কিন্তু চুক্তি অনুযায়ী এখনও তাঁর প্রায় দশ লক্ষ টাকা বাকি এজেন্সির কাছে । সেই টাকা শোধ না করলে, মিলবে না শংসাপত্র । সেই কারণে জগদ্ধাত্রী পূজা কমিটি থেকে বেশ কিছু সংস্থা এগিয়ে এসেছে । বাম ছাত্র সংগঠন ও রেড ভলান্টিয়ারের তরফে রাস্তায় টাকা তোলার সিদ্ধান্ত নেয় । যাতে কিছুটা হলেও লাঘব হবে পিয়ালীর বলে তাঁরা মনে করছেন । সেই এক লক্ষ টাকা পিয়ালীর পরিবারের কাছে তুলে দেওয়া হয় (District CPIM student body donates Rs 1 lakh for certificate to Piyali Basak)।
এভারেস্ট জয়ের শংসাপত্রের জন্য পিয়ালীকে 1 লক্ষ টাকা দিল সিপিএম ছাত্র সংগঠনের শ্রীরামপুর জেলা পার্টি অফিসে সিপিআইএম সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, "ছাত্র-যুবরা যে অর্থ সংগ্রহ করেছে, তার সঙ্গে সিপিআইএম রিলিফ ফান্ড থেকে দিয়ে মোট এক লক্ষ টাকা পিয়ালীর এ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় । চন্দননগর রেড ভলেন্টিয়াররা আলাদা করে পঁচিশ হাজার টাকা পিয়ালীর মায়ের হাতে দিয়ে আসে ।" সিপিআইএম সম্পাদক আরও বলেন," পিয়ালী শুধু চন্দননগর বা হুগলির গর্ব নয়, গোটা রাজ্যের গর্ব । তাঁর এই সাফল্য অর্থের কারণে যাতে বাধা না পায়, তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে ।" পিয়ালীর পাশে দাঁড়াতে চন্দননগর কর্পোরেশন, বিধায়ক ও জন প্রতিনিধিদের কাছেও আবেদন করেন দেবব্রত ঘোষ ।
আরও পড়ুন :Piyali Basak Conquers Mount Everest: টাকার 'পাহাড়ে' আটকে পিয়ালীর এভারেস্ট জয়ের স্বীকৃতি
অনন্য কৃতিত্ব অর্জন করেছে চন্দননগরের মেয়ে পিয়ালী বসাক । ধৌলাগিড়ি মানাসুলু-সহ মোট চারটে আট হাজারি শৃঙ্গে পা রাখা পিয়ালীর এভারেস্ট জয়ের শংসাপত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছে । পিয়ালীর জন্য পথে নামার সিদ্ধান্ত নেয় বাম ছাত্র-যুব মহিলারা । পিয়ালী এভারেস্ট জয় করে 22 মে, তার দুদিন পর লোৎসে জয় করে । এমন সময় সরকার পাশে দাঁড়ায়নি পিয়ালীর । এগিয়ে এল বাম ছাত্র যুবরা । পিয়ালীর জন্য অর্থ সংগ্রহ করে এদিন এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি ও রেড ভলেন্টিয়াররা ।