পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোশাল মিডিয়ায় কোরোনা আতঙ্ক, সতর্কতার বার্তা হুগলি প্রশাসনের - সতর্কতার বার্তা হুগলি জেলা প্রশাসনের

চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে কোরোনা নিয়ে সতর্কতা । সচেতনতার বার্তা দিল হুগলি জেলা প্রশাসন ।

Corona
সোশাল মিডিয়ায় কোরোনার আতঙ্কে

By

Published : Mar 13, 2020, 5:00 PM IST

Updated : Mar 14, 2020, 11:55 PM IST

চুঁচুড়া, 13 মার্চ : সোশাল মিডিয়ায় ছড়াচ্ছে কোরোনা ভাইরাসের আতঙ্ক । যা নিয়ে রীতিমতো চিন্তায় প্রশাসন । এবার অকারণে আতঙ্ক না ছড়ানোর জন্য একটি অনুষ্ঠানে রীতিমতো ক্লাস নিলেন প্রশাসনিক আধিকারিকরা । জেলাশাসক রত্নাকর রাও পরিষ্কার জানিয়ে দিলেন, সোশাল মিডিয়ায় যেভাবে কোরোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে, সেটা থেকে বিরত থাকুন । সকলেই সঠিক তথ্য ছাড়া কোনওভাবে এই আতঙ্ক ছড়াবেন না । সতর্ক থাকুন । আতঙ্কে নয় ।

বিশ্বজুড়ে COVID-19 বা কোরোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজারে পৌঁছাল ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, কোরোনার জেরে বিশ্বে 4 হাজার 958 জনের মৃত্যু হয়েছে ৷ আক্রান্তের পরিমাণ কয়েক লাখ ৷ এই নিয়ে আতঙ্ক যেমন রয়েছে তেমনই রয়েছে গুজবও । কোথাও চিকেন, মাটন, ডিম, মাংস নিয়ে তো কোথাও বিভিন্ন ওষুধ নিয়ে । সোশাল মিডিয়ার দৌলতে যা ছড়াচ্ছেও বিস্তর । সে নিয়েই কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের । গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে হুগলি জেলা প্রশাসন ।

কোরোনা নিয়ে সতর্কতার বার্তা হুগলি প্রশাসনের

জ্বর, হাঁচি, কাশি উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে । এবিষয়ে জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, বেশ কিছুদিন আগে কোরোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছিল তারকেশ্বরে । সোশাল মিডিয়ায় এই আতঙ্ক ছড়ানোর কারণে মানুষকে বিভ্রান্ত করেছে কেউ কেউ । তাই তিনি আগেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন । তার আরও বক্তব্য, সোশাল মিডিয়ার বিভিন্ন পোস্টকে কোনওকিছু বিচার না করেই শেয়ার করা হচ্ছে । কোনওভাবেই আতঙ্ক ছড়াবেন না । শুধু তাই নয়, যদি এই ধরনের ঘটনা কেউ ছড়ায়, তাহলে স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করুন ।

Last Updated : Mar 14, 2020, 11:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details