আরামবাগ, 29 অগস্ট: ঋণের বোঝা সহ্য না-করতে পেরে আত্মঘাতী হলেন কলেজের অস্থায়ী কর্মচারী ৷ আরামবাগের কালিপুর এলাকার বাসিন্দা নেতাজি মহাবিদ্যালয়ের (Netaji College in Arambag) অস্থায়ী কর্মী ছিলেন শৈলেন বাগ। নিজ কর্মস্থলে গলায় ফাঁস লাগিয়ে সোমবার আত্মহত্যা করেন তিনি (Died by Suicide) ৷ তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ কলেজ চত্বর ৷
স্থানীয় ও কলেজ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কলেজের অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন শৈলেনবাবু। কলেজের অধ্যাপক এবং কর্মীদের সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর। সর্বদা হাসিখুশি এই যুবকটি যে এত বড় চাপ সহ্য করছে যা তা বুঝে উঠতে পারেননি কেউই। প্রতিদিনের মতো সোমবার সকালে কলেজে যান তিনি। কিন্তু এদিন অনিবার্য কারণবশত বাড়িতে মোবাইল ফেলে রেখে যান ৷
দীর্ঘক্ষণ পর পরিবারের পক্ষ থেকে কলেজের অধ্যাপক (College Professor) প্রদীপ কুমার পালকে ফোন করেন তাঁর স্ত্রী। এরপর কলেজের পক্ষ থেকে শুরু হয় খোঁজাখুঁজি। হঠাৎই কলেজের বিজ্ঞান বিভাগের একটি রুমে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান অন্যান্য কর্মীরা। স্বাভাবিকভাবে ঘটনার জেরে রীতিমতো শোরগোল পড়ে যায় ওই এলাকায়।