পাণ্ডুয়া, 25 জানুয়ারি: 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচিতে এসে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Didir doot Sudip Bandyopadhyay) । বুধবার পাণ্ডুয়ার বেলুন গ্রামে যান এই তৃণমূল সাংসদ । বেলুন গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি । পাণ্ডুয়ার তৃণমূল নেতৃত্ব সঙ্গে থাকা অবস্থায় সরকারি সুবিধা পায়নি বলে অভিযোগ তোলে গ্রামবাসীরা । মহিলাদের অভিযোগ, তারা রেশন পাচ্ছেন তবে আবাস যোজনার বাড়ি পাননি, একশো দিনের জবকার্ডও পাননি, গ্রামের রাস্তা খারাপ, স্বাস্থ্যসাথীও পাননি কিছু মানুষ । তাদের আশ্বস্ত করে জয় বাংলা ধ্বনি দিয়ে সেখানে থেকে কোন ক্রমে বেরিয়ে আসেন নেতা-কর্মীরা ।
যা যা হয়নি, যারা প্রকল্পের সুবিধা পাননি ৷ তাদের দেওয়া হবে । পরিষেবা পাবেন গ্রামবাসীরা ৷ সব হয়ে যাবে শুধু বলো জয় বাংলা, বলে পরিস্থিতি সামাল দেয় তৃণমূল কর্মীরা । যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "দু-একজন যা পায়নি সেগুলো পেয়ে যাবে ।" গ্রামবাসী সাগরী বাউল দাস বলেন, "জবকার্ড পায়নি, রাস্তা হয়নি । পঞ্চায়েতে বহুবার জানিয়েছি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ৷ অনেকবার জানানো সত্বেও কিছু সুরাহা পাইনি । আজ সবই বললাম সাংসদকে ৷ তিনি বললেন, সবই ব্যবস্থা করে দেব ।"