পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mahesh Rath Yatra: মাহেশে জগন্নাথদেবের পুজোয় 20 টাকার কুপন বাধ্যতামূলক ! বিক্ষোভ ভক্তদের - মাহেশের উল্টোরথের পুজোয় 20 টাকার কুপন বাধ্যতামূলক

সোজা রথে মাসির বাড়ি এসেছিল জগন্নাথদেব । আজ উল্টোরথ তার ফিরে যাওয়ার পালা মূল মন্দিরে (Mahesh Rath Yatra) । সকাল থেকেই মাসির বাড়ির মন্দিরে পূজা-অর্চনা চলছে । আর সেই পুজো দেওয়ার নামে 20 টাকা করে প্রবেশ মূল্য নেওয়া হচ্ছে বলে অভিযোগ ভক্তদের ।

Devotees protest in Mahesh against 20 rupees mandatory coupon to worship
Mahesh Rath Yatra

By

Published : Jul 9, 2022, 6:24 PM IST

শ্রীরামপুর, 9 জুলাই: মাহেশের জগন্নাথদেবের মাসির বাড়ির মন্দিরে কুপন দিয়ে প্রবেশ করার অধিকার দেওয়া হচ্ছে বলে অভিযোগ সেবাইতদের বিরুদ্ধে । সোজা রথে মাসির বাড়ি এসেছিল জগন্নাথদেব । আজ উল্টো রথ তার ফিরে যাওয়ার পালা মূল মন্দিরে । সকাল থেকেই মাসির বাড়ির মন্দিরে পূজা-অর্চনা চলছে । আর সেই পুজো দেওয়ার নামে 20 টাকা করে প্রবেশ মূল্য নেওয়া হচ্ছে বলে অভিযোগ ভক্তদের । স্থানীয় কিছু মানুষ তার বিরুদ্ধে সরব হন । বিক্ষোভ দেখায় সেবাইত তমাল অধিকারীর বিরুদ্ধে । ভক্তদের কোনও টাকা না দেওয়ার আর্জি জানায় স্থানীয়রাই (Devotees protest in Mahesh against 20 rupees mandatory coupon to worship) ।

পরে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে শ্রীরামপুর পৌরসভার স্থানীয় কাউন্সিলর । এরপর জগন্নাথদেবকে মন্দিরের বাইরে বের করা হয় সাধারণের দর্শনের জন্য । সেবাইতদের তরফে কেউ মুখ খোলেননি । তবে তাঁদের দাবি, 11 লক্ষ টাকা দিয়ে লিজ নেওয়া হয়েছে তাই এই টাকা তোলা হচ্ছে কুপনের মাধ্যমে । এর আগেও মূল মন্দিরে ভোগের টাকা চাওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল (Mahesh Rath Yatra) ।

মন্দিরে কুপন দিয়ে প্রবেশ করার অধিকার দেওয়া হচ্ছে বলে অভিযোগ সেবাইতদের বিরুদ্ধে

আরও পড়ুন:মাসির বাড়ি পৌঁছলেন জগন্নাথ, কড়া নিরাপত্তায় শেষ মাহেশের রথযাত্রা

কাউন্সিলর শান্তনু গঙ্গোপাধ্যায় বলেন, "পুজো দেওয়ার জন্য কোনও টাকা তুলতে পারে না সেবাইতরা । মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট এটি । এই মন্দিরকে নতুন রূপে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন । এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই । আমরা অভিযোগ পেয়ে এসেছি । এখন বলছে ভোগের কুপন এগুলো । ট্রাস্টিকে জানিয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details