শ্রীরামপুর, 2 নম্ভেম্বর: চলছে উৎসবের মরশুম (Festival Season) ৷ তারই মাঝে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি ৷ হুগলির শ্রীরামপুরে দু'দিনে দু'জনের প্রাণ কেড়েছে মশাবাহিত রোগ ৷ শ্রীরামপুরের দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মেহেরুন্নিসার (48) মৃত্যু হয় রবিবার। অন্যদিকে, সোমবার ভোরে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালেই মৃত্যু হয় 12 নম্বর ওয়ার্ডের মৌসুমী কুমারী হেলার (27)।
শ্রীরামপুর ও উত্তরপাড়ায় সবচেয়ে ডেঙ্গির সংক্রমণ ধরা পড়েছে । শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল এই মুহূর্তে প্রায় 70 জন ভরতি রয়েছেন বলে জানা গিয়েছে। হুগলি জেলার শহর অঞ্চল এবং গ্রামাঞ্চলের ডেঙ্গির প্রবণতা বাড়ছে (Dengue Cases in Hoogly) বেশ কিছুদিন ধরেই। এ পর্যন্ত হুগলিতে ডেঙ্গি আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে (Dengue in Hooghly)। পাঁচ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। তাঁদের মধ্যে সক্রিয় প্রায় ছ'শো জন। উৎসবের মরশুমে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতির সংখ্যা বেড়েই চলেছে। জেলা স্বাস্থ্য দফতর থেকে একাধিক হাসপাতলে ফিভার ক্লিনিক খোলা হয়েছে।