পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue in Hooghly: উৎসবের মরশুমে হুগলিতে ডেঙ্গির বলি দুই, আক্রান্ত বহু

উৎসব আনন্দের মাঝে বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ। দু'দিনে শ্রীরামপুরে ডেঙ্গিতে দু'জনের মৃত্যু হয়েছে (Dengue in Hooghly) ৷ আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিন।

Dengue in Hooghly
উৎসবের মরশুমে হুগলিতে ডেঙ্গিতে মৃত দুই, আক্রান্ত বহু

By

Published : Nov 2, 2022, 7:57 PM IST

শ্রীরামপুর, 2 নম্ভেম্বর: চলছে উৎসবের মরশুম (Festival Season) ৷ তারই মাঝে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি ৷ হুগলির শ্রীরামপুরে দু'দিনে দু'জনের প্রাণ কেড়েছে মশাবাহিত রোগ ৷ শ্রীরামপুরের দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মেহেরুন্নিসার (48) মৃত্যু হয় রবিবার। অন্যদিকে, সোমবার ভোরে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালেই মৃত্যু হয় 12 নম্বর ওয়ার্ডের মৌসুমী কুমারী হেলার (27)।

শ্রীরামপুর ও উত্তরপাড়ায় সবচেয়ে ডেঙ্গির সংক্রমণ ধরা পড়েছে । শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল এই মুহূর্তে প্রায় 70 জন ভরতি রয়েছেন বলে জানা গিয়েছে। হুগলি জেলার শহর অঞ্চল এবং গ্রামাঞ্চলের ডেঙ্গির প্রবণতা বাড়ছে (Dengue Cases in Hoogly) বেশ কিছুদিন ধরেই। এ পর্যন্ত হুগলিতে ডেঙ্গি আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে (Dengue in Hooghly)। পাঁচ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। তাঁদের মধ্যে সক্রিয় প্রায় ছ'শো জন। উৎসবের মরশুমে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতির সংখ্যা বেড়েই চলেছে। জেলা স্বাস্থ্য দফতর থেকে একাধিক হাসপাতলে ফিভার ক্লিনিক খোলা হয়েছে।

হুগলিতে ডেঙ্গিতে মৃত দুই, আক্রান্ত বহু

জ্বর হলে ফেলে না-রেখে রক্ত পরীক্ষা করাতে বলা হচ্ছে বারবার। তা সত্ত্বেও দেখা যাচ্ছে, জ্বর এলে অবহেলা করা হচ্ছে। কয়েকদিন কেটে যাওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আর কিছু করার থাকছে না চিকিৎসকদের। বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শম্ভুনাথ রায় জানান, জুটমিল এলাকার নর্দমা ঠিকমতো পরিষ্কার হয়না ফলে জল জমে থাকে। স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়িতে খোঁজ নিতে গেলে জ্বরের কথা জানানো হয় না। বুঝতে অসুবিধা হয় কার জ্বর হয়েছে, কার হয়নি ৷

আরও পড়ুন:ডেঙ্গি আক্রান্ত বধূর মৃত্যু, চাঞ্চল্য দেগঙ্গায়

ABOUT THE AUTHOR

...view details