শ্রীরামপুর, 5 অগাস্ট : বিকল্প চাষের কথা বলছে সরকার ৷ সেই মতো স্ট্রবেরি, ড্রাগনের চাষ করছেন হুগলি জেলার একদল চাষি ৷ যদিও বাজার ভাল না ৷ চাষিদের আবেদন, যাতে করে ড্রাগন, স্ট্রবেরির মতো ফল বাজারজাত করা যায়, সঠিক দাম পাওয়া যায় তার ব্যবস্থা করুক সরকার ।
1 বিঘা জমিতে ড্রাগন চাষে খরচ 2 লক্ষ টাকা ৷ বাজারে ড্রাগনের দাম কেজি প্রতি 300-400 টাকা ৷ হুগলির পাণ্ডুয়া, বলাগড়, শ্রীরামপুরে চাষ হচ্ছে ড্রাগনের ৷ সরকারিভাবে চেষ্টা চালানো হচ্ছে যাতে করে বিদেশে ড্রাগন ও স্ট্রবেরি রপ্তানি করা যায় । ইতিমধ্যে বরবটি ও লাফার মতো সবজি আরব ও ইতালিতে রপ্তানি করা হচ্ছে । কিন্তু সমস্যা হল এই ফল দেশের বড় অংশের মানুষের কাছে এখনও অপরিচিত ৷ বলছেন চাষিরা ৷
পাণ্ডুয়ার এক চাষি অপূর্ব সরকার তিন বিঘা জমিতে ড্রাগন চাষ করেছেন । ভাল ড্রাগন উৎপাদন হলেও বাজার পাচ্ছেন না । অপূর্ববাবু বলেন, "ধান বা আলুর যা বাজার তাতে চাষিরা দেনাগ্রস্থ হচ্ছেন । তাই উদ্যোগ নিয়েছি ড্রাগন এবং স্ট্রবেরি চাষের । দু'বছর ধরে করোনার কারণে ড্রাগনের বাজার পাচ্ছি না । কলকাতায় যেতে পারছি না । শহর ও শহরতলির লোকেরাই এই ফল খান । গ্রামের মানুষ এই ফলের উপকারিতা সম্পর্কে অবগত নন ।"