চুঁচুড়া, 22 ফেব্রুয়ারি : ফিডব্যাকের নামে ফোন নম্বর আদায় । এরপর আলাপ জমিয়ে ভিডিয়ো কল । একান্ত মুহূর্তে ভিডিয়ো কল এবং সেই ছবি তুলে রাখা, পরে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে ধর্ষণ । এমনভাবে 66 জন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল একটি অনলাইন বিপণি সংস্থার ডেলিভারি বয় দুই যুবকের বিরুদ্ধে । চুঁচু্ড়া আদালতে তোলা হলে, পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদের ।
ব্যান্ডেল কেওটা ত্রিকোন পার্কের বাসিন্দা বিশাল বর্মা নামে ওই যুবক এক অনলাইন বিপণি সংস্থার ডেলিভারি বয় । অভিযোগ, সামগ্রী ডেলিভারি দিতে গিয়ে ফিডব্যাক দেওয়ার অছিলায় মহিলাদের ফোন নম্বর নিতেন তিনি । ফোনে বিভিন্ন মেসেজ পাঠিয়ে শুরু হত আলাপ । বাড়ত বন্ধুত্ব, আলাপচারিতা । এরপর ভিডিয়ো কল, এবং সেই ভিডিয়ো কলে একান্ত মুহূর্ত কাটানো । সেই সব মুহূর্তের ছবি তুলে রাখতেন ফোনে । সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতেন । বাড়িতে ডেকে ধর্ষণ করতেন বলে অভিযোগ । এমনভাবে 66 জন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল বিশালের বিরুদ্ধে । এছাড়াও বন্দুক দেখিয়ে মহিলাদের থেকে গহনা হাতানোরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । বিশালের সঙ্গে এই অপরাধে নাম জড়ায় বন্ধু সুমনেরও । পেশায় রঙ মিস্ত্রী সুমনেরও বাড়ি কেওটাতেই ।