গোঘাট, 4 সেপ্টেম্বর:বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কামারকুণ্ডুর সাইবার ক্রাইম সেলে মানহানির অভিযোগ (Defamation Charge Against Suvendu Adhikari) দায়ের করলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার ৷ 31 জুলাই ডানকুনিতে একটি দলীয় সভা থেকে শুভেন্দু (Suvendu Adhikari) মানস মজুমদারকে তোলাবাজ (Extortion) বলেছিলেন ৷ তার প্রেক্ষিতেই এই অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন বিধায়ক ৷ তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী তাঁর দলের সম্মানহানির চেষ্টা করেছেন । সেই উদ্দেশে তাঁর সেই বক্তব্য সোশাল মিডিয়ায় প্রচারও করেছেন ।
31 জুলাই হুগলির ডানকুনিতে বিজেপির একটি কর্মসূচিতে গিয়ে মানস মজমুদারের (Manas Majumdar) বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ আর তোলাবাজির সেই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যায় বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে ৷ এ নিয়ে মানস মজুমদারের অভিযোগ, তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতেই শুভেন্দু ইচ্ছাকৃতভাবে সোশাল মিডিয়ায় নিজের বক্তব্য ছড়িয়েছেন ৷ এর প্রেক্ষিতে 26 অগস্ট হুগলি গ্রামীণের কামারকুণ্ডু সাইবার সেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মানস মজুমদার ৷ অভিযোগ খতিয়ে দেখে গতকাল তা সরকারিভাবে নথিভুক্ত করেছে সাইবার সেল ৷