হুগলি, 16 অগাস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল ফুটবল প্রতিযোগিতার ৷ খেলতে গিয়ে মৃত্যু হল এক ফুটবলারের । নাম তন্ময় সাহা (16) ।
মাঠেই মৃত্যু কিশোর ফুটবলারের - death of footballer in field at hooghly
খেলার সময় বুক দিয়ে বল রিসিভ করতে গিয়ে আঘাত পায় তন্ময় সাহা । লুটিয়ে পরে মাঠে । ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ।
ছবিটি প্রতীকী
আরও পড়ুন : মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনায় রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে
একাদশ শ্রেণির ছাত্র তন্ময় ঝাঁপপুকুর উন্নয়ন সমিতি ক্লাবে খেলত । প্রতি বছরের মতো এ বছরও ঝাঁপপুকুরে স্বাধীনতা দিবসের দিন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ৷ খেলার সময় বুক দিয়ে বল রিসিভ করতে গিয়ে আঘাত পায় তন্ময় । লুটিয়ে পরে মাঠে । ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ।
Last Updated : Aug 16, 2019, 3:28 AM IST