গোঘাট, 20 মে : করোনায় মৃতদেহ সৎকার নিয়ে বারবার অভিযোগ উঠেছে ৷ গত লকডাউনেও এই ঘটনার সাক্ষী থেকেছেন মানুষ ৷ এবার প্রায় ছ'ঘণ্টা ধরে বাড়িতেই পড়ে রইল করোনা আক্রান্তের মৃতদেহ ৷ স্থানীয় বাসিন্দাদের কাছে বারবার সাহায্যের আর্জি জানিয়েও কোনও সাড়া মেলেনি ৷ অবশেষে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা যুব তৃণমূল নেতা সৈয়দ মকবুল হোসেন এসে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেন ৷ অমানবিক এই ঘটনাটি ঘটেছে গোঘাটের শ্রীপুর এলাকায় ৷
পরিবার সূত্রে খবর, গোঘাটের কামারপুকুর সংলগ্ন শ্রীপুর এলাকার বাসিন্দা সুজলা দাসচৌধুরী ৷ বেশ কিছুদিন আগে তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দেয় ৷ পরে 15 মে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে ৷ বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল ৷ গতকাল তাঁর মৃত্যু হয় ৷ দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন বিভিন্নভাবে স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করেন ৷ পাড়া প্রতিবেশীদের কাছেও সাহায্যের আর্জি জানান ৷ কিন্তু কোনওভাবেই কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি ৷