পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

6 ঘণ্টা ঘরেই পড়ে করোনা আক্রান্তের মৃতদেহ, মুখ ফিরিয়ে প্রতিবেশীরা - DEAD BODY OF COVID PATIENT LYING AT HOME FOR 6 HOURS

করোনায় মৃত্যু হয়েছে ছ‘ঘণ্টা আগেই ৷ পরিবারের তরফে প্রশাসনের কাছে আবেদন করা হলেও সাড়া মেলেনি ৷ প্রতিবেশীরাও এগিয়ে আসেননি ৷ শেষে বিষয়টি জানার পর গোঘাট দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল যুব নেতা সৈয়দ মকবুল হোসেন ঘটনাস্থলে যান। পাশাপাশি তিনি যোগাযোগ করেন আরামবাগ এসডিও নৃপেন্দ্র সিংয়ের সঙ্গে ৷ এসডিওর নির্দেশে অ্যাম্বুলেন্স যায় এলাকায়। পঞ্চায়েত সমিতির কর্মী ও বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি পিপিই কিট পরে মৃতদেহ উদ্ধার করে তা সৎকারের ব্যবস্থা করেন ৷

কী বললেন প্রশাসনিক কর্তারা ?
প্রতীকী ছবি

By

Published : May 20, 2021, 8:19 PM IST

গোঘাট, 20 মে : করোনায় মৃতদেহ সৎকার নিয়ে বারবার অভিযোগ উঠেছে ৷ গত লকডাউনেও এই ঘটনার সাক্ষী থেকেছেন মানুষ ৷ এবার প্রায় ছ'ঘণ্টা ধরে বাড়িতেই পড়ে রইল করোনা আক্রান্তের মৃতদেহ ৷ স্থানীয় বাসিন্দাদের কাছে বারবার সাহায্যের আর্জি জানিয়েও কোনও সাড়া মেলেনি ৷ অবশেষে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা যুব তৃণমূল নেতা সৈয়দ মকবুল হোসেন এসে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেন ৷ অমানবিক এই ঘটনাটি ঘটেছে গোঘাটের শ্রীপুর এলাকায় ৷

পরিবার সূত্রে খবর, গোঘাটের কামারপুকুর সংলগ্ন শ্রীপুর এলাকার বাসিন্দা সুজলা দাসচৌধুরী ৷ বেশ কিছুদিন আগে তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দেয় ৷ পরে 15 মে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে ৷ বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল ৷ গতকাল তাঁর মৃত্যু হয় ৷ দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন বিভিন্নভাবে স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করেন ৷ পাড়া প্রতিবেশীদের কাছেও সাহায্যের আর্জি জানান ৷ কিন্তু কোনওভাবেই কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি ৷

কী বললেন প্রশাসনিক কর্তারা ?

অবশেষে বিষয়টি জানার পর গোঘাট দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল যুব নেতা সৈয়দ মকবুল হোসেন ঘটনাস্থলে যান। পাশাপাশি তিনি যোগাযোগ করেন আরামবাগ এসডিও নৃপেন্দ্র সিংয়ের সঙ্গে ৷ এসডিওর নির্দেশে অ্যাম্বুলেন্স যায় এলাকায়। পঞ্চায়েত সমিতির কর্মী ও বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি পিপিই কিট পরে মৃতদেহ উদ্ধার করে তা সৎকারের ব্যবস্থা করেন ৷

আরও পড়ুন :করোনায় মৃতের দেহ 30 ঘণ্টা পড়ে বাড়িতে, সৎকারে অনীহা ছেলের

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details