পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Murder : উত্তরপাড়ায় বৃদ্ধ বাবাকে খুনে অভিযুক্ত মেয়ে - Murder

শনিবার ঘটনাটি ঘটে উত্তরপাড়া ভদ্রকালী এলাকার প্রশান্ত দত্ত সরণীতে ৷ পুলিশ অভিযুক্ত মেয়েকে আটক করেছে ৷

http://10.10.50.85:6060///finalout4/west-bengal-nle/finalout/13-November-2021/13623824_uttarpara.mp4
Murder : উত্তরপাড়ায় বৃদ্ধ বাবাকে খুনে অভিযুক্ত মেয়ে

By

Published : Nov 13, 2021, 5:33 PM IST

Updated : Nov 13, 2021, 6:25 PM IST

উত্তরপাড়া (হুগলি), 13 নভেম্বর : মাথা থেঁতলে বাবাকে খুন করার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে । অভিযুক্ত মেয়ে কেয়া দাসকে আটক করেছে হুগলির উত্তরপাড়া থানার পুলিশ । ঘটনাটি উত্তরপাড়া ভদ্রকালী এলাকার প্রশান্ত দত্ত সরণীতে ঘটেছে ।

পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধের নাম কালীপদ দাস । তিনি অবসরপ্রাপ্ত রেলকর্মী । স্থানীয় সূত্রে খবর, বিবাহ বিচ্ছিন্ন হওয়ার পর মেয়ে কেয়া তাঁর ছেলেকে নিয়ে মা-বাবার কাছেই থাকতেন । মাঝে মধ্যেই কালীপদবাবুর সঙ্গে অশান্তি হত মেয়ের ।

আরও পড়ুন :Khanakul TMC Inner Clash : খানাকুলে আক্রান্ত তৃণমূল নেতা, কাঠগড়ায় দলেরই অন্য গোষ্ঠী

অভিযোগ, আজ, শনিবার দুপুরে ঝগড়া হয় দু’জনের । এর পর বাবা বাথরুমে স্নান করতে ঢুকলে কেয়া দাস তাঁর বাবার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করেন ৷ এরপরই মৃত্যু হয় ওই বৃদ্ধের ।

খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় । বাথরুম থেকে রক্তাক্ত মৃতদেহ করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদের জন্য মেয়েকে আটক করে থানার নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে ।

আরও পড়ুন :Hooghly Child Death : গঙ্গার তীর থেকে উদ্ধার 10 বছরের বালকের দেহ

কী কারণে এই খুন তদন্তে নেমেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ । জানা গিয়েছে, কেয়া দাসের ছেলের বয়স 24 ৷ তাঁকে ঘটনার সময় বাড়িতে পাওয়া যায়নি ৷ এই ঘটনার সঙ্গে তিনিও জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিশ ৷

এদিকে এই ঘটনার পর সেখানে যান উত্তরপাড়ার পৌর প্রশাসক দিলীপ যাদব ৷ তিনি বলেন, ‘‘কী কারণে এই ঘটনা ঘটেছে, সেটা তদন্ত করছে পুলিশ । মেয়ে তাঁর বাবাকে মেরেছে এটা খুবই দুঃখজনক ঘটনা । অন্য কোনও উদ্দেশ্য আছে কি না সেটা খতিয়ে দেখুক পুলিশ ।’’

আরও পড়ুন :Rishra Jute Mill Chaos : কাজ না পেয়ে শ্রমিক অসন্তোষ, রিষড়ার জুট মিলে ভাঙচুর

Last Updated : Nov 13, 2021, 6:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details