পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cyber Crime : ফেসবুকে বন্ধুত্ব, নগ্ন ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল, প্রতারণার ফাঁদে যুবক - Cyber Crime news

হোয়াটসঅ্যাপে প্রথমে নগ্ন ভিডিয়ো কল ৷ সেই কল ধরতেই স্ক্রিনশর্ট নিয়ে ব্ল্যাকমেল যুবককে ৷ 31 হাজার টাকা পাঠানোর দাবি ফোন পে এবং গুগল পে-এর মাধ্যমে ৷ আরামবাগ থানার দারস্থ প্রতারিত যুবক (Cyber Crime) ৷

Cyber Crime
নগ্ন ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল, প্রতারণার ফাঁদে যুবক

By

Published : May 16, 2022, 5:14 PM IST

আরামবাগ, 16 মে : রাজ্য়ে ক্রমশই জাল ছড়াচ্ছে সাইবার প্রতারণা চক্র ৷ পুলিশের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক প্রচার চলছে ৷ তারপরেও রাজ্য়ে সাইবার ক্রাইমের ঘটনা বেড়েই চলছে ৷ যেমনটা ঘটছে হুগলির আরামবাগের এক যুবকর সঙ্গে ৷ ইতিমধ্যে স্থানীয় থানার দারস্থ হয়েছেন ওই যুবক ৷ দায়ের করেছেন অভিযোগ (Cyber Crime) ৷

ঘটনার সূত্রপাত ফেসবুক থেকে ৷ প্রথমে ফেসবুকে আলাপ হয় এক মহিলার সঙ্গে ৷ আলাপ থেকে হয় বন্ধুত্ব ৷ সেই বন্ধুত্ব গাঢ় হতে সময় নেয়নি ৷ কয়েকদিনের আলাপে ফোন নম্বরও আদানপ্রদান করেন ওই যুবক ৷ বেশ কয়েকবার ফোন করেন যুবকের ফেসবুকের ওই বান্ধবী ৷

অভিযোগকারী যুবকের কাথায়, ওই মহিলা ফোন নম্বর নিয়ে রাতের বেলায় কল করতে থাকেন ৷ প্রথম প্রথম সাধারণ কথা বললেও, পরে ফোনের মাধ্যমে অন্তরঙ্গতার প্রস্তাব দিতে থাকেন ৷ ওই যুবককে ছবি পাঠানোর প্রস্তাব দেন ৷ এর মধ্যেই একদিন ওই যুবকের হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কল করেন ফেসবুকের ওই মহিলা ৷ সেই ভিডিয়ো কল ধরতেই চক্ষু চড়ক গাছ ওই যুবকের ৷

রাজ্য়ে ক্রমশই জাল ছড়াচ্ছে সাইবার প্রতারণা চক্র

আরও পড়ুন : Noida Digital Rape: নাবালিকাকে 'ডিজিটাল ধর্ষণ'! নয়ডায় গ্রেফতার অশীতিপর বৃদ্ধ

ওই যুবকের দাবি, সম্পূর্ণ নগ্ন হয়েই ভিডিয়ো কল করেছিলেন ওই মহিলা ৷ তা বুঝতে পেরে ওই যুবক কিছুক্ষণের মধ্যেই ফোন কেটে দেন ৷ এরপরেই যুবকের কাছে আসতে থাকে একেরপর এক স্ক্রিনশট ৷ যা দেখে মনে হবে, আপত্তিকর ভিডিয়ো কলটিতে ওই যুবক আছেন ৷ আসলে, হোয়াটসঅ্যাপে কাউকে ভিডিয়ো কল করলে দু'জনকেই স্ক্রিনে দেখা যায়। সেই সময়ে স্ক্রিনশট তুলে রাখা হয়। এই যুবকের ক্ষেত্রেও তাই হয়েছিল । যা ওই যুবক ঘুণাক্ষরেও টের পাননি । এরপরেই ওই যুবকে কাছে ফোনে 31 হাজার টাকা পাঠাতে বলা হয় ফোন পে বা গুগল পে-র মাধ্যমে ৷ টাকা না-পাঠালে আপত্তিকর ছবি সর্বত্র ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ওই মহিলা ৷

এই সমস্ত তথ্যপ্রমাণ নিয়ে আরামবাগ থানার দারস্থ হয়েছেন ওই যুবক ৷ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ যুবকের অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এটাই প্রথম নয়, আগেও এই ঘটনা ঘটেছে ৷ পুলিশর পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করা হলেও এই ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details