হুগলি, 18 মে : দু’সপ্তাহ ধরে কোনও কাজ হচ্ছে না পোস্ট অফিসে । যার জেরে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের । লকডাউনের সময় এমনিতেই মানুষের হাতে পয়সা নেই ।তার উপর টাকা তোলার জন্য হন্যে হয়ে ঘুরছে বৈঁচি পোস্ট অফিসের গ্রাহকরা । এর প্রতিবাদে স্থানীয় কিছু গ্রাহক বিক্ষোভ দেখান অফিসে ।
তাঁদের অভিযোগ, টাকা থাকলেও ঘুরে যাচ্ছেন তাঁরা। কারোর এমআইএস ও পেনশনের টাকা থাকলেও কিছু তোলার ব্যবস্থা করেছেন না পোস্ট মাস্টার । ইন্টারনেটের যন্ত্রাংশ বিকল হওয়ার অজুহাত দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে । কিছু বলতে গেলে অন্য পোস্ট অফিসে যাওয়ার কথা বলে দিচ্ছে । যাঁরা বয়স্ক মানুষ আছেন, তাঁরা এই করোনা পরিস্থিতির মধ্যে কীভাবে অন্য জায়গায় যাবেন । পোস্ট মাস্টারকে বারবার বলেও কোনও লাভ হচ্ছে না । এই পরিস্থিতিতে যদি এভাবে চলতে থাকে, তাহলে আগামিদিনে পোস্ট অফিস তালা দিয়ে দেবেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা ।