মায়াপুর, 31 মে : সেতুতে ফাটল । আর সেই ফাটলেই লরির চাকা আটকে প্রায় ঘণ্টা দুই বন্ধ যান চলাচল । ঘটনাটি হুগলির মায়াপুরের ।
সেতুতে ফাটল, লরির চাকা আটকে মায়াপুরে বন্ধ যান চলাচল - road blocked
মায়াপুরের কাছে ওই সেতুতে কয়েকমাস আগে প্রথমবার ফাটল দেখা যায় । আজ দুপুর দেড়টা নাগাদ ওই ফাটলেই একটি তারকেশ্বর থেকে আরামবাগগামী মালবোঝাই লরির চাকা আটকে যায় । যার জেরে প্রায় 2 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে ।
মায়াপুরের কাছে ওই সেতুতে কয়েকমাস আগে প্রথমবার ফাটল দেখা যায় । আজ দুপুর দেড়টা নাগাদ ওই ফাটলেই একটি তারকেশ্বর থেকে আরামবাগগামী মালবোঝাই লরির চাকা আটকে যায় । যার জেরে প্রায় 2 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে । সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা । স্থানীয়দের বক্তব্য, বিষয়টি জানানো হলেও ফাটল মেরামতের জন্য পদক্ষেপ নেয়নি প্রশাসন । তাদের দাবি, অবিলম্বে ফাটলটি মেরামতের ব্যবস্থা করুক প্রশাসন । নাহলে আগামীদিনে আরও বড় দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাবে ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । আটকে থাকা লরিটিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । তবে ছোটো গাড়ি চলাচল করলেও সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল আপাতত বন্ধ রয়েছে ।