চন্দননগর, 8 ফেব্রুয়ারি:উত্তরপ্রদেশে উনি দল গঠন করেছেন। হালে পানি পাননি বলে এখন বলছেন ভার্চুয়াল সভা করবেন। দু-তিন দিন পরে ভোট, এখন উনি সাংবাদিক সম্মেলন করবেন বা কিছু একটা করবেন বলে ওখানে গিয়েছেন। পশ্চিমবাংলা সামলাক ৷ তৃণমূলের দলীয় কোন্দলে রাস্তা অবরোধ হচ্ছে, আগুন জ্বলছে। তৃণমূলের প্রার্থী পছন্দ হয়নি বলে রাস্তা অবরোধ হচ্ছে, ধর্মঘট হচ্ছে, বাস-অটো বন্ধ হচ্ছে। মুখ্যমন্ত্রী আগে দল সামলান, বাংলা সামলান। তৃণমূলকে এভাবেই আক্রমণ করলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty Crtisizes TMC)।। চন্দননগরে নির্বাচনী প্রচার সভা থেকে তৃণমূলকে একহাত নেন তিনি।
এদিন তিনি বলেন, "কে পিকে জানি না। আগে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পরে হল পিসি-ভাইপোর দল। এখন হয়েছে পিসি-ভাইপো এবং পিকের কোম্পানির দল। সেই কোম্পানির পার্টনারশিপ নিয়ে তারাই ভাল বলতে পারবে কে কার পাসওয়ার্ড হ্যাক করে নিচ্ছে। মৃত মানুষের নাম প্রার্থী তালিকায় চলে আসছে । এসব তৃণমূলই ভাল বলতে পারবে। তৃণমূল-পিকে হোক, পিসি হোক, ভাইপো হোক এতে বিজেপির সুবিধা হচ্ছে। মানুষের কোনও লাভ হচ্ছে না।"