হারিট (হুগলি), 23 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে লড়াইয়ে মানুষের জোট তৈরি হবে ৷ বিজেপির (BJP) সঙ্গেই থাকবেন বাম-কংগ্রেস (Congress) সমর্থকরা ৷ এমন দাবি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার শোনা গিয়েছে বিজেপি নেতাদের মুখে ৷ কয়েকটি সমবায় সমিতির ভোটেও বাম-রাম জোট দেখা গিয়েছে ৷ এবার তৃণমূলের বিরুদ্ধে ডাকা বিজেপির মিছিলে দেখা গেল সিপিএমের (CPIM) সমর্থকদের ৷ কাস্তে-হাতুড়ি-তারা দেওয়া লাল পতাকা নিয়েই তাঁরা হাজির হয়েছিলেন মিছিলে ৷
শুক্রবার হুগলির হারিট গ্রাম পঞ্চায়েতে এই দৃশ্য দেখা গিয়েছে ৷ এদিন সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি ৷ মিছিলের পর প্রধানমন্ত্রী আবাস যোজনা (Awas Yojana), রাস্তা তৈরি-সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে ডেপুটেশনও দেয় গেরুয়া শিবির ৷ সেই মিছিলেই কয়েকজন সিপিএমের পতাকা নিয়ে হাজির হন ৷
যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে হুগলি-সহ রাজ্য রাজনীতিতে ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি অন্য রাজনৈতিক দলের সমর্থকরাও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপিকেই ভরসা করতে শুরু করেছেন ? এদিনের বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন স্থানীয় বিজেপি নেতা অর্ঘ্য চক্রবর্তী ৷ তাঁর দাবি, সিপিএম এখন সেভাবে ভোট পায় না ৷ আর এখনও যাঁরা সিপিএমের সঙ্গে রয়েছেন, তাঁদের কাছে ওই দলের নেতারাই পৌঁছান না ৷ সেই কারণেই সিপিএম কর্মীরা বিজেপির কর্মসূচিতে সামিল হয়েছেন ৷