তারকেশ্বরে, 8 মার্চ : দিল্লিতে হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহে বেরিয়ে আক্রান্ত CPI(M) কর্মীরা ৷ অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ ঘটনাটি তারকেশ্বরের চাউলপট্টি এলাকার । অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারকেশ্বর থানায় অভিযোগ জানাতে যান CPI(M) কর্মীরা ।
অভিযোগ, আজ সকালে তারকেশ্বরের চাউলপট্টি এলাকায় বাড়ি বাড়ি CAA, NPR, NRC-এর বিরোধিতায় প্রচার এবং ত্রাণ সংগ্রহে বের হন CPI(M) কর্মীরা । সেখানে তাঁদের মারধর এবং ব্যানার লিফলেট ছিঁড়ে দেয় BJP আশ্রিত দুষ্কৃতীরা । বিনা বাধায় প্রচার ও নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারকেশ্বর থানায় দ্বারস্থ হন CPI(M) কর্মীরা । আরও অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পরই তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার এলাকায় CPI(M) জ়োনাল অফিসে ভাঙচুর চালায় BJP ৷ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যায় পুলিশ ।