পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vaccination Message After Death: করোনায় মৃত্যুর 8 মাস পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার মেসেজ ! - মৃতের ভ্যাকসিনেশনের শংসাপত্র

করোনায় মায়ের মৃত্যুর 8 মাস পর ছেলের মোবাইলে এল ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কমপ্লিট হওয়ার মেসেজ ৷ এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটল ডানকুনিতে ৷ মার্চে প্রথম ডোজ নেওয়ার পর এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সরস্বতী দাসের ৷ শুধু তাই নয়, কোউইন অ্যাপে 'মৃত' সরস্বতী দাসের নাম ও আধার নম্বর রয়েছে দ্বিতীয় ডোজের সার্টিফিকেটে ৷

Covid Vaccination Message of Second Dose After Death in Dankuni
মৃত্যুর 8 মাস পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের মেসেজ ! ডানকুনির ঘটনায় চাঞ্চল্য

By

Published : Nov 21, 2021, 9:37 PM IST

ডানকুনি, 21 নভেম্বর: বৃদ্ধার মৃত্যুর পরেও করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের মেসেজ এল ফোনে ৷ সঙ্গে কোউইন অ্যাপে শংসাপত্রে নাম ও আধার নম্বর লেখা ৷ যে মেসেজ আসার পর হতবাক মৃত সরস্বতী দাসের পরিবার ৷ আর এই মেসেজের পর বৃদ্ধার ছেলের প্রশ্ন, তাঁর মৃত মা কি সরকারি খাতায় জীবিত ? এই ঘটনা সামনে আসতেই শোরগোল পরে গিয়েছে হুগলির ডানকুনি পৌরসভার 13নং ওয়ার্ডের সুভাষপল্লিতে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্বের মধ্যে শুরু হয়েছে চাপানউতর ৷ তবে, সরকারের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি কারণেই এই ঘটনা ঘটেছে ৷ তবে, এর সঙ্গে কোনও চক্রের যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন ৷

করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার একমাস পর করোনা আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছিল ডানকুনির 62 বছরের বৃদ্ধা সরস্বতী দাসের ৷ আর তাঁর মৃত্যুর আট মাস পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার মেসেজ ও সঙ্গে সংশাপত্রও এসেছে ফোনে ৷ এ বছর 23 মার্চ করোনার প্রথম ডোজ নেন তিনি ৷ কিন্তু, এপ্রিল মাসে দ্বিতীয় ঢেউয়ের সময় করোনা আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয় ৷ গতকাল অর্থাৎ, 20 নভেম্বর বৃদ্ধার ছেলের ফোনে মেসেজ আসে সরস্বতী দাসের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়েছে ৷ কেন্দ্রের কোউইন ওয়েবসাইট থেকে সংশাপত্র সংগ্রহ করে নেওয়ার কথাও সেই সঙ্গে উল্লেখ ছিল দ্বিতীয় ডোজের ভ্যাকসিনেশনের মেসেজে ৷ সেই মেসেজ দেখে অবাক হন তাঁর ছেলে ৷ নিশ্চিত হতে কোউইন অ্যাপে গিয়ে যাচাই করে তিনি দেখেন সরস্বতী দাসের নাম ও আধার নম্বর রয়েছে দ্বিতীয় ডোজের সার্টিফিকেটে ৷ আর তাতেই উদ্বেগ বেড়েছে পরিবারের ৷ সরকারি খাতায় কী করে একজন মৃতের নাম থাকে ৷

আরও পড়ুন : First Day College: নেই ভ্যাকসিনেশনের শংসাপত্র, আরামবাগে প্রথমদিন কলেজে ঢুকতে পারলেন না বহু পড়ুয়া

এই ঘটনা স্থানীয় তৃণমূল ও বিজেপির মধ্যে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে ৷ বিজেপির ডানকুনি মণ্ডলের সাধারণ সম্পাদক গুঞ্জন চক্রবর্তীর অভিযোগ, প্রশাসনের যাঁরা ভ্যাকসিনেশনের দায়িত্বে রয়েছেন ৷ তাঁদের গাফিলতিতে এসব হচ্ছে ৷ কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ সাধারণত 84 দিন পর দেওয়া হয় ৷ আর এখানে আট মাস পর দেওয়া হচ্ছে ৷ তাও একজন মৃত মানুষকে ৷ এর পিছনে দুর্নীতি আছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

মৃত্যুর 8 মাস পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের মেসেজ ! ডানকুনির ঘটনায় চাঞ্চল্য

আরও পড়ুন :Vaccine Jalpaiguri: একই সিরিঞ্জে একাধিক ব্যক্তিকে ভ্যাকসিন জলপাইগুড়িতে

ডানকুনি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য তথা যুব তৃণমূলের সদর সভাপতি শম্ভু সাউ বলেন, এটা সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটি বা ভুলবশত হয়েছে ৷ আধার আর মোবাইল নম্বর নিয়ে ডাটা এন্ট্রি করার সময় ভুল হয়ে থাকতে পারে ৷ এটা উদ্যেশ্য প্রণোদিত নয় ৷ এই ঘটনায় চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ তনুজ দাস বলেন, ‘‘এরকম ত্রুটি এর আগেও দেখা গেছে ৷ এটা যান্ত্রিক ত্রুটি ৷ অ্যাপে ডাটা এন্ট্রির ক্ষেত্রে সমস্যা হওয়ায় এটা হচ্ছে ৷ এর জন্য আমরা হাসপাতালে হেল্প ডেস্ক করেছি ত্রুটি সংশোধন করতে ৷’’ হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া বলেন এই ধরনের ঘটনা পোর্টালের সমস্যার কারণে ঘটে থাকে ৷ তিনি ত্রুটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details