আরামবাগ, 25 এপ্রিল : রাজ্য়ের পাশাপাশি হুগলি জেলাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ ব্য়াতিক্রম নয় আরামবাগ ৷ তাই পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার থেকে কোভিড হাসপাতাল চালু হয়েছে আরামবাগে ৷ আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালের দ্বিতীয় তলায় কোভিড হাসপাতাল চালু করা হয়েছে । হাসপাতাল সূত্রে খবর, প্রায় ১২ রোগী বর্তমানে করোনা হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু সেই হাসপাতালেই অব্য়বস্থার ছবি উঠে আসছে ৷ অনেকেই অভিযোগ করছেন রোগীদের ঠিকমতো পরিষেবা দেওয়া হচ্ছে না ৷
বুধবার এ বিষয়ে একটি বৈঠক করেন মহকুমা শাসক ৷ তিনি জানিয়েছিলেন, রোগীদের সার্বিক পরিষেবা দেওয়া হবে। উন্নত পরিকাঠামো থাকছে হাসপাতলে। কিন্তু চিকিৎসা ক্ষেত্রে তেমন কোনও অসুবিধা না হলেও পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বিশেষ সমস্যা রয়েছে বলেই রোগী ও তাঁদের পরিবারের সদস্য়দের অভিযোগ।