পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনায় অসম্ভব শ্বাসকষ্ট, দরজা ভেঙেও বাঁচানো গেল না বৃদ্ধাকে - Oxygen crisis in West Bengal

বিকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয় বৃদ্ধার । দরজা ভেঙে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

COVID 19 Patient died in Chinsurah
ছবি

By

Published : May 7, 2021, 4:07 PM IST

চুঁচুড়া, 7 মে : করোনায় আক্রান্ত হওয়ার পর বাড়িতেই ছিলেন ৷ ওষুধটুকুও নেওয়ার ক্ষমতা ছিল না । অসম্ভব শ্বাস কষ্ট ৷ বসতেও পারছিলেন না । তাকে উদ্ধার করতে এলেও দরজা খোলার ক্ষমতা নেই ।ছেলে থাকলেও তার পরিবারও করোনা আক্রান্ত । সাহায্যের জন্য বাধ্য হয়ে দরজা ভাঙতে হয় এক স্বেচ্ছা সেবী সংস্থাকে । কিন্তু শেষ রক্ষা হয়নি । চুঁচুড়ার আরোগ্যের উদ্দ্যোগে হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হচ্ছে বৃদ্ধার ।নাম আভা দত্ত (76) । বাড়ি চুঁচুড়ার ফুলপুকুরে ।

তিনি বাড়িতে একাই থাকতেন ।তাঁর ছেলে থাকেন চুঁচুড়া শহরেই নারকেল বাগানে ।ছেলে অভিজিৎ ও তার স্ত্রী দুজনেই কোভিডে আক্রান্ত । তাঁরা বাড়ি থেকে বেরোতে পারছেন না । বৃহস্পতিবার সকালে অভিজিৎ জানতে পারেন তার মায়ের কোভিড হয়েছে । বিকালে শ্বাসকষ্ট শুরু হয় বৃদ্ধার । এই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন । তিনি 'চুঁচুড়া আরোগ্য' স্বেচ্ছাসেবী সংস্থাকে ফোন করে সাহায্য চান । তার অনুরোধে আরোগ্যর সদস্যরা কিছুক্ষণের মধ্যেই ফুলপুকুরে পৌঁছে যায় । তারা দেখে দরজা ভিতর থেকে বন্ধ ।জানালা দিয়ে বৃদ্ধাকে ডাকতে গিয়ে তারা দেখে আভা দেবী বিছানা থেকে ওষুধ নিতে গিয়ে পড়ে যাচ্ছেন । আরোগ্যর সদস্যরা তাকে বিছানাতেই বসে থাকতে বলেন ।

আরও পড়ুন : দৈনিক সংক্রমণে আবারও নতুন রেকর্ড, মৃত্যু কমল কিছুটা

কিন্তু শারীরিক সক্ষমতা না থাকায় বৃদ্ধা মেঝেতে লুটিয়ে পড়েন । দরজা ভেঙে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে বৃদ্ধাকে ।

ABOUT THE AUTHOR

...view details