ধনিয়াখালি, 13 মে : হুগলির ধনিয়াখালি হল্ট ও শিবাইচণ্ডী স্টেশনের মধ্যবর্তী বৈঁচিতলা রেল লাইনের পাশ থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার ৷ মৃত দম্পতির নাম জ্যোতি ঝা (28) এবং সৌরভ ঝা (32) ৷ রেলপুলিশ সূত্রে খবর, এই দম্পতি বিহারের দ্বারভাঙার বাসিন্দা ৷ জ্য়োতির বাপের বাড়ি কলকাতার বেলগাছিয়া এলাকায় ৷ দ্বারভাঙা থেকে বেলগাছিয়াতেই যাচ্ছিলেন এই দম্পতি ৷ কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই প্রাণ যায় তাঁদের ৷
কেন এবং কীভাবে মৃত্য়ু হল এই তরুণ দম্পতির, সেটা এখনও স্পষ্ট নয় ৷ নিছক দুর্ঘটনা, নাকি আত্মহত্যা ? নাকি এর পিছনে রয়েছেন অন্য কোনও রহস্য় ? তবে কি খুন করা হয়েছে জ্য়োতি আর সৌরভকে ? আপাতত এইসব উত্তরই খুঁজছে রেল পুলিশ ৷ তদন্ত শুরু করেছে হুগলির কামারকুণ্ডু জিআরপি ৷ মৃতদেহ দু’টির ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে তারা ৷