উত্তরপাড়া, 3 জুন: ওড়িশার রেল দুর্ঘটনায় মৃত্যু মিছিলে দেখে আতঙ্কিত হুগলির দম্পতি । তাঁরাও ছিলেন দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসে । শুক্রবার ওই ট্রেনে উত্তরপাড়ার ধানকল গলির বাসিন্দা বনশ্রী ও দেবাশিস দত্ত চেন্নাই যাচ্ছিলেন । তাঁদের ছেলে নিলিমেশ দত্তর সঙ্গে দেখা করতে । শুক্রবার সাঁতরাগাছি থেকে দুপুর 3.32 মিনিটে ট্রেন ধরেন তাঁরা । করমণ্ডল এক্সপ্রেসের 20 নম্বর বগিতে ছিলেন ওই দম্পতি ।
বনশ্রী বলেন, "গতকালের সেই ঘটনা মনে করলেই গায়ে কাঁটা দিচ্ছে । সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলাম । চোখ বন্ধ করলেই ভেসে আসছে ভয়ঙ্কর সেই চিত্র । কত মানুষের চিৎকার আর আর্তনাদ । ট্রেনটা তখন ভালোই জোরে ছুটছিল । হঠাৎ একটা বিকট শব্দ, তারপর ট্রেনটা ভাইব্রেটের মতন কাঁপতে শুরু করে । আর এক দিকে হেলে যেতে শুরু করে । তখনও ট্রেনটার ভালোই গতি ছিল । আচমকা এই ঘটনা ঘটায় কেউ কিছু প্রথমে বুঝে উঠতে পারিনি । আমাদের বগিতে অনেকেই প্রথমে উঠে দাঁড়িয়ে বিষয়টি বোঝার চেষ্টা করে ৷ কিন্তু এতটাই ট্রেনের ঝাকুনি ছিল যার ফলে কেও সিট থেকে উঠতে পারেনি । সকলের ব্যাগ পত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যেতে শুরু করে ।"
আরও পড়ুন:বালাসোরে ট্রেন দুর্ঘটনায় পূর্ব মেদিনীপুরের কমপক্ষে তিনজনের মৃত্যু, আহত ও নিখোঁজ বহু
তিনি জানান, এরপর হঠাৎই একদিকে হেলে ট্রেনটা দাঁড়িয়ে যায় । সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় । এরপর বনশ্রীরা দেখেন মোবাইলের আলো জ্বালিয়ে কিছু স্থানীয় বাসিন্দারা ছুটে আসছে । বুঝতে পারেন, ট্রেনটিতে বিশাল বড় দুর্ঘটনার কবলে পড়েছে । তখন পুরো এলাকা অন্ধকার, আর চারিদিকে ঘন জঙ্গল । স্থানীয় মানুষদের সাহায্যে দম্পতি ট্রেন থেকে নেমে আসেন । ট্রেনের সিঁড়ির দরজার হাঁতল কিছুই ছিল না । সবই ভেঙ্গে গুড়িয়ে গিয়েছে । রেললাইনের পাত উঠে খাড়া হয়ে যায় । কোনও মতে ট্রেন থেকে নেমে তাঁরা দেখেন চারিদিকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে । পাশের নয়ন জুলিতে পরে আছে ট্রেনের গোটা একটা বগি । মানুষের খালি চিৎকার শোনা যাচ্ছে ।