পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রির সিদ্ধান্ত শ্রীরামপুর পৌরসভার

প্রতিটি ওয়ার্ডের জন্য 20 জন করে নিযুক্ত করা হবে, যাঁরা পাড়ায় পাড়ায় ঘুরে কাঁচা সবজি বিক্রি করবেন। আপাতত, কাউকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে শ্রীরামপুর পৌরসভা ।

ছবি
ছবি

By

Published : Apr 22, 2020, 5:44 PM IST

শ্রীরামপুর, 22 এপ্রিল : লকডাউনের মাঝেও রাজ্যের একাধিক জায়গায় ভিড় করছিলেন অনেকে । গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে বাজার করতেও দেখা যায় অনেককে । ভিড় ঠেকাতে ইতিমধ্যেই জেলাগুলিতে বাজার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । কোথাও আবার বাজার বন্ধও রাখা হয়েছে । কোথাও বা নির্দিষ্ট দিনে বাজার করার অনুমতি দেওয়া হয়েছে । কোরোনা সংক্রমণ এড়াতে এবার বাড়ি বাড়ি ঘুরে সবজি বিক্রির ব্যবস্থা করল শ্রীরামপুর পৌরসভা ।

গত কয়েকদিন ধরে শ্রীরামপুর পৌরসভা এলাকায় 3-4 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । কোয়ারান্টাইনে রাখা হয়েছে প্রায় 50 জনকে । এই পরিস্থিতিতে আজ SDO অফিসে শ্রীরামপুর পৌরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করা হয় । সেখানেই সিদ্ধান্ত হয়, শ্রীরামপুর পৌরসভা এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া আর কাউকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না । এবার প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বাজারের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা হবে । বন্ধ রাখা হবে শ্রীরামপুরের সমস্ত বাজার ।

এবিষয়ে শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান অমিয় মুখোপাধ্যায় বলেন, "মুদি ও মিষ্টির দোকান বেলা বারোটা পর্যন্ত খোলা থাকবে। বাজার কমিটি ও প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা ঠিক করবেন, কারা বাড়ি বাড়ি ঘুরে সবজি বিক্রি করবেন । আপাতত প্রতিটি ওয়ার্ডের জন্য 20 জন করে নিযুক্ত করা হবে, যাঁরা পাড়ায় পাড়ায় ঘুরে কাঁচা সবজি বিক্রি করবেন। এই মুহূর্তে কাউকে আর বাজার করার জন্য বাইরে বেরোতে দেওয়া হবে না।"

ABOUT THE AUTHOR

...view details