চন্দননগর, 28 মে : হুগলির চন্দননগর হাসপাতাল থেকে নিখোঁজ করোনা রোগীকে উদ্ধার করল মানকুন্ডুর একদল করোনা যোদ্ধা । গ্রিনপার্কের সান্তনু, অভীক ও সৌতিকরা এগিয়ে এসে পাশে দাঁড়িয়েছেন আক্রান্তের পরিবারের । ঝড় বৃষ্টির ও করোনার ভয় না পেয়ে লক্ষ্মীগঞ্জ বাজারের গলি থেকে 78 বয়সী বৃদ্ধকে উদ্ধার করেন তাঁরা ।
জানা গিয়েছে চন্দননগর হাসপাতাল থেকে বুধবার নিখোঁজ হয়ে যান গ্রিনপার্কের বাসিন্দা করোনা আক্রান্ত ওই বৃদ্ধ । পরিবার সূত্রে খবর, বুধবার বিকেল চারটে সময় হাসপাতাল থেকে বেরিয়ে যান তিনি । তারপর থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর । অভিযোগ উঠেছে হাসপাতালের তরফে পরিবারকে এ নিয়ে কোনও খবর দেওয়া হয়নি। ফোন করা হলে বলা হয় আইসোলেশনে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে । এর পর থেকে আর কোনও খবর দেওয়া হয়নি হাসপাতালের তরফে । বলা হচ্ছিল যে রোগী ভাল রয়েছেন । অন্যদিকে, ওই বৃদ্ধের স্ত্রী ও মেয়েও করোনা আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন ৷