পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উদ্ধার করা হল চন্দননগর হাসপাতাল থেকে নিঁখোজ করোনা আক্রান্ত বৃদ্ধকে - মানকুন্ডু

চন্দননগর হাসপাতাল থেকে করোনা রোগীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ৷ স্থানীয় যুবকদের তৎপরতায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে ৷ এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে পরিবারের সদস্যরা ৷

corona infacted old man was rescued who is missing from chandannagar hospital in hooghly
উদ্ধার করা হল চন্দননগর হাসপাতাল থেকে নিঁখোজ করোনা আক্রান্ত বৃদ্ধকে

By

Published : May 28, 2021, 2:48 PM IST

চন্দননগর, 28 মে : হুগলির চন্দননগর হাসপাতাল থেকে নিখোঁজ করোনা রোগীকে উদ্ধার করল মানকুন্ডুর একদল করোনা যোদ্ধা । গ্রিনপার্কের সান্তনু, অভীক ও সৌতিকরা এগিয়ে এসে পাশে দাঁড়িয়েছেন আক্রান্তের পরিবারের । ঝড় বৃষ্টির ও করোনার ভয় না পেয়ে লক্ষ্মীগঞ্জ বাজারের গলি থেকে 78 বয়সী বৃদ্ধকে উদ্ধার করেন তাঁরা ।

জানা গিয়েছে চন্দননগর হাসপাতাল থেকে বুধবার নিখোঁজ হয়ে যান গ্রিনপার্কের বাসিন্দা করোনা আক্রান্ত ওই বৃদ্ধ । পরিবার সূত্রে খবর, বুধবার বিকেল চারটে সময় হাসপাতাল থেকে বেরিয়ে যান তিনি । তারপর থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর । অভিযোগ উঠেছে হাসপাতালের তরফে পরিবারকে এ নিয়ে কোনও খবর দেওয়া হয়নি। ফোন করা হলে বলা হয় আইসোলেশনে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে । এর পর থেকে আর কোনও খবর দেওয়া হয়নি হাসপাতালের তরফে । বলা হচ্ছিল যে রোগী ভাল রয়েছেন । অন্যদিকে, ওই বৃদ্ধের স্ত্রী ও মেয়েও করোনা আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন ৷

গত 14 মে করোনা আক্রান্ত হয়ে চন্দননগর হাসপাতালে ভর্তি হন ওই বৃদ্ধ । তারপর গতকাল ওই ব্যক্তি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান । অভিযোগ উঠেছে নিজেদের গাফিলতি ঢাকতে, তাঁর খোঁজ পর্যন্ত চালায়নি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এমনকি পুলিশেও খবর দেওয়া হয়নি ৷ বিষয়টি জানতে পেরে পরিবারের তরফে স্থানীয় কিছু যুবকের সাহায্যে তাঁকে লক্ষ্মীগঞ্জের বাজার থেকে উদ্ধার করা হয়েছে ৷

আরও পড়ুন : করোনা উপসর্গ নিয়ে বাড়িতেই মৃত্যু, 17 ঘণ্টা পর দেহ সমাধিস্থ করল রেড ভলান্টিয়ার্সরা

তবে, কীভাবে হাসপাতাল থেকে ওই করোনা আক্রান্ত বৃদ্ধ নিখোঁজ হয়ে গেলেন, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এমনকি উদ্ধারকারী দলের সদস্যরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে, তাও দেখাতে অস্বীকার করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে স্থানীয় থানার দারস্থ হবেন পরিবারের সদস্যরা ৷

ABOUT THE AUTHOR

...view details