আরামবাগ, 30 এপ্রিল : এবার কি করোনায় আক্রান্তের মৃত্যু আরামবাগে? স্থানীয়সূত্রে জানা গেছে মধ্য বয়সের এক মহিলা মঙ্গলবার কোরোনা উপসর্গ নিয়ে ভরতি হন আরামবাগ মহকুমা হাসপাতালে । হাসপাতাল সূত্রে খবর মঙ্গলবারই তিনি মারা যান । হুগলির আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের মই গ্রামের বাসিন্দা ওই মহিলা ৷ তিনি কোরোনায় আক্রান্ত ছিলেন কি না, তা জানতে মৃতার লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল কলকাতায় । সূত্রের খবর ওই মহিলার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়েটিভ বেড়িয়েছে ৷ তার পরই হাসপাতাল স্যানিটাইজ়ের দাবিতে বিক্ষোভ দেখান হাসপাতালকর্মীরা ৷ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে আটকে রেখে বিক্ষোভ দেখান তাঁরা ।
কোরোনায় মৃত্যু এবার আরামবাগে ? - হুগলি
মঙ্গলবার কোরোনা উপসর্গ নিয়ে আরামবাগ মহকুমা হাসপাতালে ভরতি হন মধ্য বয়সের এক মহিলা । হাসপাতাল সূত্রে খবর মঙ্গলবারই তিনি মারা যান । ওই মহিলা কোরোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানতে মৃতার লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল কলকাতায় ।
স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভের জেরে পুলিশ এবং দমকল বাহিনীর সহযোগিতায় আরামবাগ মহকুমা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতাল স্যনিটাইজ়ের কাজ শুরু করে জেলা প্রশাসন । হাসপাতালে আসেন আরামবাগের ডেপুটি ম্যাজিস্ট্রেট নেপাল মালাকার । কর্মীদের আশ্বস্ত করেন । তিনি জানান "কর্মীদের বোঝানো হয়েছে ,ওনারা একটু আতঙ্কিত হয়ে পড়েছিলেন । ওনাদের দাবি মত আমার সব রকম সহযোগিতা করবো ।" যে মহিলার মৃত্যু নিয়ে বিক্ষোভ সেই মৃত্যুর বিষয়ে স্বাস্থ্য দপ্তর তথ্য জানাবে বলেও তিনি আশ্বস্ত করেন ।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র জানা গিয়েছে আজ সকালে ওই মহিলার বাড়িতে যায় পুলিশ ৷ পরিবারের দুই সদস্যকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে ৷ সেই সঙ্গে বাকি সদস্যদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই মৃতার সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে ৷ যদিও প্রশাসনের তরফে মহিলার মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি ।