চন্দননগর, 21 জানুয়ারি : চন্দননগরে বিজেপির মিছিল থেকে "গোলি মারো" স্লোগানের ঘটনায় মূল অভিযুক্ত যুব মোর্চার জেলা সভাপতি সুরেশ সাউ সহ গ্রেপ্তার তিন। গতরাতে তাদের গ্রেপ্তার করে চন্দননগর থানার পুলিশ। সুরেশ সাউ ছাড়াও গ্রেপ্তার হয় প্রভাত গুপ্তা ও রবীন ঘোষ। গ্রেপ্তারির প্রতিবাদে আজ চন্দননগর থানায় বিক্ষোভ দেখাবে বিজেপি। এদিকে ওই স্লোগান ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
গতকাল হুগলির চন্দননগরে শুভেন্দু অধিকারীর মিছিল থেকে স্লোগান ওঠে, 'তৃণমূল কে গদ্দারো কো গোলি মারো' । এর পাশাপাশি শোনা যায়, 'হাম সে যো টকরায়েগা চুরচুর হো যায়েগা । দেশ কে গদ্দারো কো গোলি মারো' । এই স্লোগানের জেরে বিতর্ক শুরু হয়েছে। এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "গতকাল বহিরাগতদের দিয়ে সভা ভরিয়েছিল । এই গুন্ডাগুলো যখন "গোলি মারো" স্লোগান দিচ্ছে তখন নিঃসন্দেহে হুগলিকে ডিসটার্ব করতে চাইছে ।
যদিও বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় অভিযোগ অস্বীকার করে বলেন, "আমাদের কোনও কর্মী এই ধরনের স্লোগান দিতে পারে না । বিজেপির একটা আদর্শ আছে । তৃণমূল কর্মীদের ভিতরে ঢুকিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, বদনাম করার চেষ্টা হচ্ছে ।"