পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CPIM Party Office in Serampore : সিপিআইএম অফিস ঘরে ঘুরছে চকচকে সবুজ পাখা, আলমারি নীল! তাহলে কি বদল ? - বামেদের লাল শিবিরে এখন সবুজের ছোঁয়া

বামেদের লাল শিবিরে এখন সবুজের ছোঁয়া ! তপ্ত গরমে সবুজ পাখা শীতল করছে বাম নেতাদের। শ্রীরামপুর সিপিআইএমের জেলা অফিসে সবুজ রঙয়ের পাখা লাগানো হয়েছে। রাজ্য সুবজ হাওয়ায় বদলে যাওযার পর বামেরাও কি এবার রং বদল ঘটাচ্ছে (Controversy over CPIM Party Office in Serampore) ?

CPIM Party Office
শ্রীরামপুর সিপিআইএমের জেলা অফিস

By

Published : Jun 2, 2022, 9:56 PM IST

শ্রীরামপুর, 2 জুন : শ্রীরামপুরে হুগলি জেলা অফিস ঘরে প্রয়াত সিপিএম নেতাদের ছবি সাদা দেওয়ালে টাঙানো (Controversy over CPIM Party Office in Serampore) । আলমারির রং নীল। ঝকঝকে সবুজ রঙয়ের পাখা ৷ তবে এসব রঙয়ের ব্যাপারে পাত্তা দিতে নারাজ সিপিআইএমের হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। তাঁর মতে প্রকৃতি তো সবুজ। তাঁর কথায় যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তাতে সবাইকে সবুজেই থাকতে হবে। আর নীল-সাদা তো মারাদোনা আর্জেন্টিনার রং। মারাদোনা বামপন্থী ছিলেন তাই নীল-সাদা তাদের প্রিয় রং।

সিপিএম সম্পাদক এখানেই থেমে থাকেননি তিনি আরও বলেন, "আমার তো গেরুয়া জামাও আছে। প্রাক্তন জেলা সম্পাদক সূদর্শন রায় চৌধুরী গেরুয়া পাঞ্জাবী পড়তেন। আসলে সিপিএম রং নিয়ে পক্ষপাতদুষ্ট নয়। তৃণমূলের মিটিংয়ে সবুজ চেয়ার সবুজ ম্যাটের সমাহার দেখা যায়।" শ্রীরামপুর কুমিরজলা রোডে তিনতলা জেলা অফিস সিপিএমের পার্টি অফিস। সেখানে অবশ্য সব চেয়ারই লাল। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক দিলীপ যাদবও অবশ্য এ নিয়ে খারাপ কিছু দেখছেন না।

সিপিআইএম অফিস ঘরে ঘুরছে চকচকে সবুজ পাখা

আরও পড়ুন :GTA Election 2022 : মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং

তিনি বলেন, "একটা রং দিয়ে রাজনৈতিক দল চেনা যায় না। আমরা তৃণমূল, সবুজের পক্ষে। বামপন্থীরা নীল-সাদাকে কটাক্ষ করে অনেক কথা বলতেন। এখন তাঁরা যদি নীল-সাদা বা সবুজ নিয়ে যাই কিছু করুক তাতে আমাদের কোনও অসুবিধা নেই। রাজনীতির উর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সবাই চলে আসছেন। অন্য রাজনৈতিক দলের ভোটাররা চলে এসেছেন। আগামী দিনে উন্নয়নের পক্ষে থাকতে গেলে তৃণমূলে আসতে হবে।" বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেন, "2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর সিপিএমের চটিতে পা গলিয়েছিল। আর এখন সিপিএমের অস্তিত্ব বিপন্ন তাই তৃণমূলকে আপন করে নিচ্ছে।"

ABOUT THE AUTHOR

...view details