বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কার্যালয়ে ভাঙচুর বলাগড়, 4 জানুয়ারি: তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটল হুগলির বলাগড়ে ৷ সূত্রের খবর এলাকার তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে বলাগড়ের জেলা পরিষদ সদস্য রুনা খাতুনের দ্বন্দ্ব চলছে ৷ সেই ঝামেলার 24 ঘণ্টা পেরতে না পেরতেই বুধবার রাত 11 টার পর তৃণমূল বিধায়কের পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটল ৷ কে বা কারা গতকাল রাতে পার্টি অফিস ভাঙচুর করে, তা স্পষ্ট নয় ৷ তবে বিধায়ক নিজে সোশাল মিডিয়ায় রুনা খাতুনের বিরুদ্ধে এই ভাঙচুরের অভিযোগ তুলেছেন ৷
এই ঘটনার পর বৃহস্পতিবার মনোরঞ্জন ব্যাপারী সোশাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি এই ঘটনার সময় কলকাতায় ছিলেন ৷ তিনি খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ৷ এই অবস্থায় তিনি বলাগড়ে কার্যালয়ে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন ৷
বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সোশাল মিডিয়া পোস্ট অবশ্য এই ধরনের ঘটনার দায় নিতে অস্বীকার করেছেন রুনা খাতুন ৷ তাঁর পালটা দাবি, সকালে স্থানীয় এক তৃণমূল কর্মী জানান, রাতে অন্ধকারে পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে ৷ এটা কখনওই করা উচিত হয়নি ৷ পেশায় হাইস্কুল শিক্ষিকা রুনা খাতুনের অভিযোগ মনোরঞ্জন ব্যাপারী জোরজবরদস্তি তাঁর স্কুলে ঢুকেছিলেন ৷ এমনকী তিনি নিরাপত্তারক্ষীকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর চেষ্টাও করেছেন তৃণমূল বিধায়ক ৷
বলাগড়ের জেলা পরিষদ সদস্য বলেন, "তিনি আমায় নিশানা করে আমার স্কুলেই গিয়েছেন ৷ এটা ব্যক্তিগত প্রতিহিংসা ৷ স্কুলে স্বাক্ষরের খাতা দেখতে শিক্ষা দফতরের অর্ডার লাগে ৷ মনোরঞ্জন ব্যাপারি একজন জনপ্রতিনিধি, আমিও তাই ৷ এর মধ্যে কোনও জনপ্রতিনিধির কি এক্তিয়ার আছে চমকে, ধমকে স্কুলের গেটে লাথি মেরে, নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়েছেন ৷ স্কুলের নিরীহ শিক্ষক-শিক্ষিকাদের বাধ্য করেছেন খাতা দেখাতে ৷ মনোরঞ্জন ব্যাপারী নিজে একজন জনপ্রতিনিধি হয়ে স্কুলের খাতায় লাল কালি দাগ দিয়েছেন ৷ কী করে ? তাঁর দেহরক্ষী স্কুলে গিয়ে বন্দুক দেখিয়েছে ৷" রুনা খাতুন জানান, তাঁরা ভীত ৷ এমনকী স্কুলের শিশুরাও ভয়ে আতঙ্কে রয়েছে ৷
পার্টি অফিসের পাশে এক নেতার বাড়িও ভাঙচুর করা হয় ৷ তাঁকে মারধর করা হয়েছে বলেও জানা গিয়েছে ৷ গোটা ঘটনার তদন্ত করছে বলাগড় থানার পুলিশ ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার হয়নি ৷ তৃণমূল বিধায়ক ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "যা করেছে অন্যায় করেছে ৷ যা বলব, তা বিধানসভায় গিয়ে বলব ৷"
আরও পড়ুন:
- তৃণমূলের ‘কাটমানি’ নেওয়া নেতাদের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে বলাগড়ের বিধায়ক
- নির্দল প্রার্থীকে সমর্থন করে সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট মনোরঞ্জনের
- টিকিট বিক্রি নিয়ে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, সোশালে দলীয় পদ থেকে ইস্তফা ঘোষণা মনোরঞ্জনের