পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডিম পেয়েছে দু'জন, বাকিরা কেন পেল না? বিক্ষোভ অঙ্গনওয়াড়িতে - অঙ্গনওয়াড়ি বিদ্যালয়

অভিযোগ, চলতি সপ্তাহের মঙ্গলবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হয়নি ৷ ওই দিন ডিম রান্নার কথা ছিল ৷ কিন্তু রান্না না হওয়ায় শুধুমাত্র দুই গ্রামবাসীকে ডিম দেওয়া হয় ৷ কিন্তু বাকিদের দেওয়া হয়নি ৷ এতেই ক্ষুব্দ গ্রামবাসীরা গতকাল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম চাইতে যায় ৷ শুরু হয় ধাক্কাধাক্কি ও বচসা ৷ সম্বরি মুর্মু নামে এক গ্রামবাসীকে অঙ্গনওয়াড়ির এক শিক্ষিকা মারধর করে বলে অভিযোগ ৷

পাণ্ডুয়ার গোপালনগরের অঙ্গনওয়াড়ি

By

Published : Aug 22, 2019, 2:31 PM IST

পাণ্ডুয়া, 22 অগাস্ট: ডিম চাওয়ায় এক অভিভাবককে মারধরের অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ির শিক্ষিকার বিরুদ্ধে ৷ ওই শিক্ষিকার নাম ছায়া শীল ৷ পাণ্ডুয়ার গোপালনগরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা ৷ গতকাল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক কর্মী না আসায় রান্না হয়নি ৷ অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ির শিক্ষিকা ছায়া শীল কয়েকজনকে ডিম দিলেও বাকিদের দেননি ৷ এরপরেই গন্ডগোলের সূত্রপাত ৷ গ্রামের অন্য মহিলারাও তাদের সন্তানদের জন্য ডিম চাইতে আসেন ৷ কিন্তু ডিম দেওয়া হয়নি ৷ উপরন্তু সম্বরি মুর্মু নামে এক মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ তাঁর কোলে থাকা শিশুও পড়ে গিয়ে আহত হয় ৷ তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ছায়া ৷ পালটা অভিযোগ, গ্রামবাসীরা তাঁকে মারধর করেছেন ৷ জানান, কাউকেই ডিম দেননি । ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের ৷ ঘটনাস্থানে যায় পাণ্ডুয়া থানার পুলিশ ।

চলতি সপ্তাহের মঙ্গলবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হয়নি ৷ ওই দিন ডিম রান্নার কথা ছিল ৷ কিন্তু রান্না না হওয়ায় শুধুমাত্র দুই গ্রামবাসীকে ডিম দেওয়া হয় ৷ কিন্তু বাকিদের দেওয়া হয়নি ৷ ক্ষুব্ধ গ্রামবাসীরা গতকাল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম চাইতে যান ৷ শুরু হয় ধাক্কাধাক্কি ও বচসা ৷ সম্বরি মুর্মু নামে এক গ্রামবাসীকে মারধর করে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে ছায়ার বিরুদ্ধে ৷ সম্বরির কোলে থাকা শিশুও পড়ে গিয়ে চোট পায় ৷ ঘটনাস্থানে আসে পাণ্ডুয়া থানার পুলিশ ।

গ্রামবাসী নমিতা সাঁতরার অভিযোগ, মঙ্গলবার খিচুরি আনতে যান তাঁর স্বামী ৷ ওই দিন ডিম রান্নার হওয়ারও কথা ছিল ৷ শিক্ষিকা ছায়া শীল তাঁর স্বামীকে জানান, সহকর্মী না আসায় স্কুলে রান্না হয়নি । পরে তাঁরা জানতে পারেন গ্রামের দু'জনকে শুধুমাত্র ডিম দেওয়া হয়েছিল ওই দিন । গতকাল বিষয়টি জানতে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান তাঁরা ৷ কেন শুধুমাত্র দু'জনকে ডিম দেওয়া হল, বাকিদের দেওয়া হল না তা জানতে চান ৷ বিষয়টি নিয়ে বচসা বাধে ছায়ার সঙ্গে ৷ তা পরে ধাক্কাধাক্কি, হাতাহাতিতে গড়ায় ৷

ABOUT THE AUTHOR

...view details