সিঙ্গুর, 28 মার্চ:সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী উদ্বোধন চলাকালীন শিল্পের দাবিতে মানববন্ধন (Congress Human Chain) করল কংগ্রেস । সিঙ্গুরের সাত মন্দিরতলায় সিঙ্গুরের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয় । তাদের দাবি সিঙ্গুরের শিল্প পরিত্যক্ত জমিতে কারখানা করতে হবে । এর জন্য গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মানববন্ধন করা হয় । যদিও কংগ্রেসের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি (Mamata Banerjee in Singur)৷
কংগ্রেসের যুব নেতা অমিতাভ দে মঙ্গলবার তাঁদের দাবির কথা তুলে ধরে বলেন, সিঙ্গুরে শিল্পের জমিতে শিল্প হোক । রাজ্যে যুবকদের কাজ নেই । মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প উদ্বোধন করছেন, অথচ ছেলেমেয়েদের কাজকর্মের ব্যবস্থা কিছু করছেন না বলে তোপ দাগেন তিনি । তাঁর কথায়, "আমরা কৃষি ও শিল্প দুটোই চাই ।"
যদিও কংগ্রেসের এই মানববন্ধন কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেয় তারা ৷ সিঙ্গুরের বিজেপির নেতা সঞ্জয় পাণ্ডে বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের কর্মীদের চাঙ্গা করতেই এসেছিলেন মুখ্যমন্ত্রী । বিজেপি নেতার অভিযোগ, শিল্পকে ধ্বংস করার মূল কারিগর মমতা বন্দ্যোপাধ্যায় । যে কংগ্রেস এক সময়ে মমতার সঙ্গে যুক্ত ছিল, তারাই আজ মানববন্ধন করে শিল্পের দাবি করছে । কংগ্রেসের এই কর্মসূচির কোনও মূল্য নেই বলে দাবি সঞ্জয় পাণ্ডের ।