হুগলি, 6 এপ্রিল: সরকারি স্কুলে খসে পড়ছে পলেস্তারা, স্কুল বিল্ডিংয়ের চারিদিকে ফাটল। অসংখ্য গাছ গজিয়ে রয়েছে স্কুলের দেওয়ালে। যেকোনও সময় ভেঙে পড়তে পারে স্কুলের ক্লাস রুম। আতঙ্কে রয়েছে ছাত্রছাত্রীরা। এমনই ঘটনা ঘটেছে পাণ্ডুয়ার জামনার ভোঁপুর যজ্ঞেশ্বর বিদ্যাপীঠের (collapse of government school in Bhonpur)। অভিভাবক থেকে শিক্ষক সকলেরই অভিযোগ, স্কুলের এমন অবস্থা হলেও কেউ নজর দেয়নি।
তিন বছর ধরে এভাবে ভগ্নপ্রায় দশা এই স্কুলের। বর্তমানে স্কুলে প্রায় এক হাজার দশজন পড়ুয়া রয়েছে। কিন্তু যেভাবে ক্লাস রুম থেকে মিড-মিলের রান্নার ঘর প্রায় ভেঙে পড়ছে তাতে সকলেই আতঙ্কিত । অভিভাবকরা ভয় পাচ্ছেন ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতে। ফলে এই অবস্থায় কমছে পড়ুয়ার সংখ্যা। এর মধ্যেও কোনও রকমে শিক্ষক-শিক্ষিকারা পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন। ক্লাস রুম ভেঙে পড়ার কারণে অন্য ক্লাসে স্থানান্তরিত করা হয়েছে। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্য়ে প্লাস্টার খসে বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছে । অভিযোগ, স্কুলের এমন অবস্থা হলেও কেউ নজর দেয়নি।
ছাত্রী শম্পা সাধুঁখা জানায়, স্কুলের ভবন ভাঙছে, যে কোনও সময় দুর্ঘটনা হতে পারে, সব সময় ভয়ে ভয়ে থাকি। আতঙ্ক নিয়েই ক্লাস করতে হচ্ছে । বিজ্ঞানের প্র্যাকটিক্যাল ক্লাস বন্ধ করে সেই ঘরে সাধারণ ক্লাস করতে হচ্ছে।