পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hindustan Motors: হিন্দমোটরে ওয়াগান কারখানার বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী, অন্ধকারেই রইল হিন্দুস্তান মোটরস

হিন্দমোটরে টিটাগর কারখানায় 25 বছর পূর্তি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী হিন্দুস্তান মোটরস নিয়ে কোনও কথা না বলায় হতাশ শ্রমিকরা । এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি ও সিপিআইএম (Hindustan Motors workers in Trouble)।

By

Published : Jul 28, 2022, 2:18 PM IST

Hindustan Motors
হিন্দমোটরে ওয়াগান কারখানার বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী, অন্ধকারেই রইল হিন্দুস্তান মোটরস

হুগলি, 28 জুলাই: টিটাগর ওয়াগান ফ্যাক্টরির 25 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে বুধবার হিন্দমোটরে এসেছিলেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু হিন্দ মোটরের গাড়ির কারখানা চালু নিয়ে কোনও কথা বলেননি তিনি । আর এতেই হতাশ শ্রমিকরা । বিদ্যুৎ ও জলবিহীন আবাসনের কষ্টের জীবন কাটছে বন্ধ কারখানার শ্রমিকদের । এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও (Hindustan Motors workers in Trouble) । বুধবার হিন্দমোটরে টিটাগর ওয়াগন কারখানার 25 বছর পূর্তি অনুষ্ঠানে আসেন মুখ্যমন্ত্রী । রাজ্যের শিল্প নিয়ে একাধিক খতিয়ান তুলে ধরেন তিনি । কিন্তু হিন্দুস্তান মোটরস কারখানা চালু বা আবাসনের শ্রমিকদের নিয়ে একটাও কথা বললেন তিনি । সেই নিয়েই শ্রমিক থেকে শুরু করে বিজেপি ও সিপিআইএম সুর চড়িয়েছে ।

সকলেরই দাবি কারখানা জায়গায় শিল্পের কথা বললেও কোন শিল্প হয়নি । উপরন্ত শ্রমিক আবাসনে জল ও বিদ্যুৎতের লাইন কেটে দেওয়া হয়েছে । তাতেই ভোগান্তি মুখে পড়েছেন শ্রমিকরা । শ্রমিকদের দাবি, শিল্পের জায়গায় শিল্প হোক । তাতে চাকরি হবে সকলের । হিন্দ মোটরে আবাসন ও ভেড়ি হচ্ছে কিন্তু শিল্পের কোনও বালাই নেই । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রশ্ন তুলেছেন হিন্দ মোটরে কেন জমি পড়ে আছে বিজেপি'র দাবি তৃণমূল ও মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন ৷

আরও পড়ুন:প্রয়োজনে 'হিন্দুস্তান মোটর্স'-কে দেওয়া জমি ফেরত নেবে রাজ্য ! শিল্প গড়তে কড়া বার্তা মমতার

হিন্দমোটরের এক শ্রমিক রাজ কুমার সাও বলেন, "মুখ্যমন্ত্রী যখন সরকারে ছিলেন না তখন থেকেই বলেছেন শিল্পের জায়গায় শিল্প হবে । কিন্তু উনি আসার পর শিল্পের জায়গায় আবাসন হচ্ছে, ভেড়ি তৈরি হচ্ছে । তিনি এক কথা বলছেন আর করছেন অন্য কাজ । আমরা চাই হিন্দ মোটর কারখানা খুলুক ৷ আমরা কাজ পাই অন্যান্য ছেলেমেয়েরা কাজ পাক এই কারখানায় । হিন্দমোটরের এই আবাসনে 60 জন শ্রমিক আছি আমরা । জল-বিদ্যুৎ কিছুই নেই আট বছর হয়ে গেল । সন্ধ্যা হতেই শিয়াল-সাপের উপদ্রব রয়েছে । শিল্প দফতরের সঙ্গে আমরা অনেকবার যোগাযোগ করেছি কিন্তু কোনও কিছু হয়নি । আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী হিন্দ মোটর নিয়ে কিছু বলবেন । ওয়াগান কারখানাই ভাষণ দিয়ে চলে গিয়েছেন । বর্তমানে কোনওক্রমে সংসারটা চালাচ্ছি ৷ ছেলে মেয়ের পড়াশোনাও নষ্ট হয়ে গিয়েছে ।

বিজেপি জেলা কমিটি সদস্য পঙ্কজ রায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এলেন কিন্তু হিন্দমোটরের বিষয়ে একটা কথাও বললেন না । মুখ্যমন্ত্রী বলছেন বামফ্রন্ট আমলে হিন্দমোটরকে কারখানা করতে জমি দেওয়া হয়েছিল । উনি জানেন না হয়ত হিন্দুস্তান মোটরস কংগ্রেস আমলে হয়েছিল । ডা:বিধানচন্দ্র রায় জমি দিয়েছিলেন । এখানে বেঙ্গল শ্রীরামে যে হাইটেক সিটি হচ্ছে । আগে শোনা গিয়েছিল জমি বিক্রি করে এখানে শিল্প হবে । বাম ও তৃণমূল শ্রমিক ইউনিয়ন দুই ইউনিয়ন মিলে হিন্দমোটর কারখানা কে শেষ করে দিয়েছে । মুখ্যমন্ত্রী টিডব্লিউএল-এর মঞ্চে এসে হিন্দ মোটরের বিরুদ্ধে কথা বললেন । যে কেন্দ্র সরকারের টাকাতে এই কারখানা চলছে । ওই কারখানায় অর্ডার আসছে । টিডব্লিউএল-এর মঞ্চটা কে তিনি তৃণমূলের মঞ্চ বানিয়ে ফেললেন এটা কখনওই ঠিক না । একমাস আগে মুখ্যমন্ত্রী সিঙ্গুরে বলেছিলেন এখানে মোটর গাড়ির কারখানা করবেন । কিন্তু এখন সোশাল মিডিয়ায় তৃণমূলের নেতৃত্বরা হিন্দ মোটরে কোচ কারখানা উদ্বোধনের প্রচার করেছিলেন । কিন্তু ওনারা জানেন না বোধহয় এই কোচ কারখানা 2005 সাল থেকে শুরু হয়েছিল । হিন্দুস্তান মোটরস এনাদের লিজে জমি দিয়েছিল । 25 বছরের পূর্তির অনুষ্ঠানটাকে নতুন কারখানার উদ্বোধন বানিয়ে ফেলেছেন ।

হিন্দমোটরে ওয়াগান কারখানার বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী, অন্ধকারেই রইল হিন্দুস্তান মোটরস

তিনি আরও বলেন, "এত বড় অনুষ্ঠান হচ্ছে কিন্তু শিল্পমন্ত্রী নেই । তার বান্ধবীর কাছ থেকে যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা হিন্দুস্তান মোটরস-এর শ্রমিকদের কাছে আসত । তাহলে বন্ধ কারখানার শ্রমিকের ছ'মাসের মাইনে আট বছর ধরে যে আটকে রাখা হয়েছে । সেটা টাকাতে সেই মাইনে হয়ে যেত । আমরা চাই হিন্দুস্তান মোটরস-এর শিল্প হোক কারখানা খুলুক, শ্রমিকরা কাজ পাক ।"

আরও পড়ুন:ডানকুনি হিন্দুস্থান ইঞ্জিনিয়ারিংয়ে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস, বেকার কয়েকশো শ্রমিক

বিজেপি এই প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে বলেছে, বেঙ্গল বিজনেস সামিট মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এখানে হীরা নন্দানী গ্রূপ একশো একর জমিতে আইটি পার্ক ও লজিস্টিক হাব হবে ।কিন্তু সেটা কোথায় । হিন্দ মোটরের টিটাগর ওয়াগান ফ্যাক্টরি একটা ভাড়ার বাড়ি । টিডব্লিউএল ভাড়া বাড়িতে এসে বাড়ির মালিকের সম্বন্ধে কিছুই বললেন না । আর ওয়াগান কারখানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আছে হিন্দ মোটরের আবাসন । বন্ধ কারখানার শ্রমিকের কাছে এলেন না কেন ? হিন্দমোটরের এক বাম শ্রমিক নেতা তাপস চক্রবর্তী বলেন, "এশিয়ায় বৃহত্তম মোটর গাড়ি কারখানা বন্ধ হয়েছে আছে । মুখ্যমন্ত্রী একটা কথাও বলেন না । শ্রমিকদের অসহনীয় অবস্থা কে দেখবে । আমার চাই কারখানা খুলুক ।"

ABOUT THE AUTHOR

...view details