পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের উত্তপ্ত গুড়াপ ; ইটবৃষ্টি, পুলিশের লাঠিচার্জ - গুরাপ

গুড়াপে BJP কর্মীর উপর গুলি চালানোর অভিযোগ থানা ঘেরাও । পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি । পালটা লাঠিচার্জ পুলিশের ।

লাঠিচার্জ

By

Published : Jun 27, 2019, 5:57 PM IST

Updated : Jun 27, 2019, 6:08 PM IST

গুড়াপ, 27 জুন : BJP-র থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গুড়াপ থানা চত্বর । BJP কর্মীর উপর গুলি চালানোর অভিযোগ তুলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । পালটা লাঠিচার্জ করে পুলিশ । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । জখম চার পুলিশকর্মী ও দুই BJP কর্মী ।

ঘটনার সূত্রপাত গতরাতে । অভিযোগ, গুড়াপের বাথানগড়িয়ায় BJP সমর্থক সাধন বাউল দাস "জয়শ্রীরাম" বলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে মারধর করে । ঘটনার তদন্তে পুলিশ গ্রামে আসে । আসার পথে বাথানগড়িয়া মোড়ে BJP সমর্থক শুভেন্দু মালিকের বাইক আটকায় পুলিশ । শুরু হয় বচসা । অভিযোগ, পুলিশ শুভেন্দুবাবুকে মারধরও করে । এরপর গ্রামে পুলিশের গাড়ি ঢুকলে গাড়ি আটকান তিনি । মুহূর্তে জড়ো হয়ে যায় গ্রামবাসী । ছড়ায় উত্তেজনা । গ্রামবাসীদের অভিযোগ, সেই সময় পুলিশ গুলি চালায় । গুলিতে জখম হন BJP সমর্থক জয়চাঁদ মালিক (শুভেন্দু মালিকের মামা) ।

রাস্তা অবরোধ করে চলছে প্রতিবাদ

এই সংক্রান্ত খবর :গুড়াপে পুলিশের গুলিতে জখম BJP কর্মী ; গাড়ি ভাঙচুর, পথ অবরোধ

এই ঘটনার প্রতিবাদে আজ সকালে ফিডার রোড অবরোধ করে BJP । টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান হয় । এরপরই গুড়াপ থানা ঘেরাও করে দলীয় কর্মী-সমর্থকরা । গুলি চালানোয় অভিযুক্ত পুলিশ কর্মীর গ্রেপ্তারের দাবিতে চলে বিক্ষোভ । আচমকা থানা লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি । জখম হন চার পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । শুরু হয় লাঠিচার্জ । দুই BJP কর্মী জখম হন ।

লাঠিচার্জ পুলিশের

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মহেশ্বরপুরে চুঁচুড়া-তারকেশ্বর রোড অবরোধ করে BJP । প্রায় দু'ঘণ্টা চলে অবরোধ । আহত দলীয় কর্মীদের দেখতে তাঁদের বাড়িতে যান BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ।

টায়ার জ্বালিয়ে প্রতিবাদ

এদিকে, মহেশ্বরপুরে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে দুষ্কৃতী । তৃণমূলের অভিযোগ, অবরোধ শেষে ফেরার সময় তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করে BJP কর্মীরা ।

Last Updated : Jun 27, 2019, 6:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details