চুঁচুড়া, 13 মার্চ: ডিওয়াইএফআই-এর জেলা পরিষদ অভিযান কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র চুঁচুড়ার ঘড়ির মোড় (Clash Between DYFI and Police) । উপস্থিত ছিলেন বাম যুব সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা-সহ রাজ্য নেতৃত্ব। যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় উপস্থিত থাকার কথা থাকলেও তিনি এদিন থাকতে পারেননি। এদিন বাম সমর্থকদের জমায়েত হয় ঘড়ির মোড় অঞ্চলে। ব্যারিকেড ভেঙে জেলা পরিষদ যাওয়ার চেষ্ঠা করতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি।
পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে চন্দননগর কমিশনারেটের পুলিশ। ধস্তাধস্তিতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শান্ত বড়াল নামে এক বাম সমর্থক।তাঁকে চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, তিন জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই ব্যারিকেডের এক প্রান্তে বসে পড়েন বাম-সমর্থকরা। হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমানের কাছে ডেপুটেশন দিতে গেলে তিনি অনুপস্থিত থাকেন।
সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। এর আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তারপরই নাম জড়ায় শান্তনু বন্দ্যোপাধ্যায়েরর। তিনি গ্রেফতার হতেই তাঁর বিপুল সম্পত্তি সামনে এসেছে।অন্যদিকে, হাইকোর্টের নির্দেশে বিদ্যালয়ের চাকরি গিয়েছে হুগলি জেলা পরিষদের সদস্যা টুম্পা মেটের। জেলা পরিষদ কর্মাধ্যক্ষের একাধিক দুর্নীতির অভিযোগে এদিন জেলা পরিষদ ঘেরাও করে ডেপুটেশন কর্মসূচি ছিল ডিওয়াইএফআইয়ের।